যশোর আজ শুক্রবার , ২ জুন ২০২৩ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ১৪পিস স্বর্ণেরবার উদ্ধার

প্রতিবেদক
Jashore Post
জুন ২, ২০২৩ ১০:৫১ পূর্বাহ্ণ
শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ১৪পিস স্বর্ণেরবার উদ্ধার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

যশোর প্রতিনিধি :: বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের অভিযানে যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত থেকে এক কেজি ৬৩১ গ্রাম ওজনের ১৪ পিস স্বর্ণেরবার উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার ( ১ জুন ) খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তানভীর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে সীমান্তবর্তী পাঁচভূলাট গ্রামস্থ সাহেবের আমবাগানে বিজিবি সদস্যরা অবস্থান নেন। এসময় বিজিবি টহলদল একজন ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে তাকে থামতে বলেন।

ওই ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি ধাওয়া করে। এ সময় ওই ব্যক্তি একটি গামছা ফেলে ইছামতি নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে গামছা তল্লাশি করে এক কেজি ৬৩১ গ্রাম ওজনের ১৪ পিস সোনার বার পাওয়া যায়।

অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, বুধবার রাতে ওই সীমান্ত পথ দিয়ে ভারতে পাচারের সময় একটি সোনার চালান জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।

সর্বশেষ - সারাদেশ