বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার পুটখালী ও পাঁচভুলোট সীমান্তে ইছামতি নদীর পাড়ে পৃথক ভাবে পড়ে থাকা দুই যুবকের লাশ উদ্ধার করেছে বিজিবি।
বুধবার ( ১৮ ডিসেম্বর ) ভোর রাতে পুটখালী গ্রামের চরের মাঠ এলাকার ইসামতি নদীর পাড়ে পড়ে থাকা বেনাপোল পৌরসভাধীন দিঘীরপাড় উত্তরপাড়া গ্রামের মৃত আরিফের ছেলে মোঃ সাবুর আলীর ( ৩৫) মরাদেহ উদ্ধার করে বিজিবি সদস্যরা।
অপর দিকে পাঁচভুলোট সীমান্তে ভান্ডারীর মোড় এলাকার ইসামতি নদীরপাড় হতেকাগজপুকুর দক্ষিনপাড়া গ্রামের ইউনুচ মোড়লের ছেলে জাহাঙ্গির কবিরের লাশ উদ্ধার করে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির ২১ ব্যাটালিয়ন সদস্যরা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খুরশীদ আহমেদ জানান,পাঁচভুলোট মেইন পিলার ১৭/৭ এস এর ১০২আর পিলার হতে প্রায় ১শো গজ বাংলাদেশের অভ্যান্তরে ইসামতির নদীর পাড়ে মরদেহটি উলঙ্গ অবস্থায় পড়েছিলো। মরদেহটি উদ্ধার শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহটি কিভাবে আসলো বা হত্যাকান্ড ঘটেছে কি সে বিষয়ে বিজিবির তদন্ত চলমান রয়েছে।
স্থানীয়দের ধারনা অবৈধ্য পথে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএস এফ সদস্যরা বাংলাদেশী দুই যুবককে পিটিয়ে মেরে পানিতে ফেলে রেখে গেছে। সংবাদ লেখাকালীন সময়ে উদ্ধার হওয়া মরদেহ বেনাপোল পোর্টথানা পুলিশের তত্তাবাধনে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।