মাহমুদুল হাসান :: যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জাল সনদ দিয়ে চাকরি করে বেতন-ভাতা তুলছেন মোঃ বদিউজ্জামান খাঁন ও শ্যামল কুমার রায় নামের আরো দুই সহকারী শিক্ষক।এ নিয়ে একই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩জন শিক্ষক অনিয়ম-দূর্নীতির মাধ্যমে চাকরি করছেন।
এর আগে বিদ্যালয়টির সহকারী শিক্ষক( ব্যবসায় শিক্ষা )জয়দেব কুমার বিশ্বাসের জাল জালিয়াতির আদলে বেসরকারী শিক্ষক নিবন্ধন সনদ (এনটিআরসিএ ) দিয়ে নিয়োগ পেয়ে সরকারি বেতন তোলার খবরটি একাধিক প্রিন্ট পত্রিকা ও অনলাইন পোর্টালে প্রকাশিত হলে একে একে বেড়িয়ে পড়ে থলের কালো বিড়াল।
সমাজের পথ প্রদর্শক শিক্ষকদের জাল সনদে চাকরিতে নিয়োগ পাওয়া ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।এ ঘটনায় উদ্বিগ্ন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীসহ অভিভাবকেরা।প্রশ্ন ওঠেছে বিদ্যালয়টির পরিচালানা পরিষদ ও নিয়োগ সংক্রান্তে সংশ্লিষ্ট উর্দ্ধতণদের ভূমিকা নিয়ে। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে তদন্তপূর্বক দোষী প্রমানিত হলে দ্রুত অপসারণ চেয়েছেন অভিভাবক মহল।
বিদ্যালয় ও স্থানীয়দের দেওয়া একাধিক তথ্য সূত্র হতে জানা যায়,আওয়ামীলীগ সরকারের আমলে আওয়ামী সমর্থক মোঃ বদিউজ্জামান খাঁন তার বোন জামাতা ১০নং শার্শা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা কবির উদ্দিন আহম্মেদ তোতার তদবিরে প্রভাব খাঁটিয়ে বিগত ২০১০সালে শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক( ইংরেজী ) হিসাবে যোগদান করেন।
তৎকালীন সময়ে বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির চাহিদা পূরণে অভিযুক্ত শিক্ষক অনার্স পরীক্ষায় ২য় শ্রেনীতে উত্তীর্ন হওয়ার জাল সনদ দাখিল করেন। এ সংক্রান্তে বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক( সহিদুল ইসলাম ) জাতীয় বিশ্ববিদ্যালয়,গাজীপুরে বিগত ৭/১২/২০২০ ইং তারিখে সনদ যাচাই এর জন্য চিঠি ইস্যু করেন। বিগত ২৪/১২/২০২০ ইং তারিখে ফলাফল বিভাগ তার দাখিলকৃত সনদ সঠিক নই বলে জানান।
এর ফলে বিদ্যালয়টি বিগত ২০১৮ সালে সরকারিকরণ হলেও শিক্ষক বদিউজ্জামান খাঁনের জাল সনদের কারনে এডহক নিয়োগ আটকে যায়। কিন্তু তিনি প্রতারনা পূর্বক নিয়োগ নিয়েই এমপিও বেতন ভোগ করে আসছেন দীর্ঘ বৎসর ধরেই।এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক বদিউজ্জামানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় বক্তব্য জানা যাইনী।
শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অপর শিক্ষক শ্যামল কুমার রয় বিগত ২৩/১০/২০১৩ সালে সহকারী শিক্ষক ( ধর্ম )পদে নিয়োগ পেয়ে অত্র বিদ্যালয়ে যোগদেন। ২০১৮ সালের পর সরকারি বেতন সুবিধাপেতে চাহিদা মোতাবেক বেসরকারী শিক্ষক নিবন্ধন সনদ( এনটিআরসিএ ) জাল করে জমা দেন যা দেশের প্রচলিত আইনে দন্ডনীয় অপরাধ।
তার সরবারহকৃত এনটিআরসিএ সনদের রোল নাম্বার ১১৯১১২৪৪ ও পাশের সাল ২০০৮। উক্ত সনদটি যাচাই কালে এনটিআরসিএ ওয়েব সাইটে অন্য নাম পাওয়া যায় বলে তথ্য সূত্রটি নিশ্চিত করেন। ফ্যাসিস্ট আওয়ামীলীগ নেতাদের মদদপুষ্ট হওয়ায় জাল জালিয়াতির আদলে তৈরী সনদ বহাল রাখতে মোটা অঙ্কের টাকা খরচ করেই ২০২৩ সালে এডহক নিয়োগ পেয়ে সরকারি বেতন-ভাতা ভোগ করছেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক শ্যামল কুমার রায় এর মুঠো ফোনে সাংবাদিক পরিচয়ে তাহার বিদ্যালয়ে জমাকৃত এনটিআরসি এ সনদের রোল নাম্বার জিজ্ঞেস করলে সংযোগ কেটে দেন।একাধিকবার কল করলেও ফোন রিসিভ না করায় তাহার বক্তব্য জানা যাইনী।
শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন ঐ শিক্ষকদ্বয়ের নিয়োগ কালীন সময়ে তিনি বিদ্যালয়টির প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন না তাই তিনি শিক্ষকদের জাল সনদ সম্পর্কে অবগত নন।
অনিয়ম দূর্নীতির মাধ্যমে সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে তিন জন শিক্ষকের জাল সনদে নিয়োগ ও দুই শিক্ষকের সরকারি বেতন উত্তোলন সম্পর্কে জানতে চাইলে যশোর জেলার শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন জানান,মাউসির নির্দেশনা অনুযায়ী শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন শিক্ষকের সনদ সংক্রান্তে তদন্ত চলছে,তবে এখনো কোন সিদ্ধান্ত আসেনী। অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ খতিয়ে দেখবেন বলে তিনি আরো জানান।