শার্শা প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের আগামী ২৮ নভেম্বর ইউপি নির্বাচন থেকে সরে দাড়ালেন আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান আয়নাল হক।
শুক্রবার ( ২৬নভেম্বর ) সকালে উপজেলা চেয়ারম্যানের কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রফিকুল ইসলামকে সমর্থন জানিয়ে তার সকল নির্বাচনী কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সাংবাদিকদের দেওয়া লিখিত বক্তব্যে তিনি জানান,বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে সন্মান জানিয়ে,নৌকা প্রতীককে ভালো বেসে জনপ্রিয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের কথা মেনে শার্শার উলাশী ইউনিয়নে আওয়ামীলীগকে আরো শক্তিশালী করতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি তার সকল কর্মী সমর্থকদের নৌকা প্রতীককে বিজয়ী করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন শার্শা ও বেনাপোলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়িার গনমাধ্যম কর্মীরা। ভোটের ২ দিন আগে আনারস প্রতীকের প্রার্থী চেয়ারম্যান আয়নাল হকের আচমকা এ সিদ্ধান্তে আওয়ামীলীগ নেতা-কর্মীদের মধ্যে স্বস্তির সু বাতাস বইছে।
শেষ মূহুর্তে বিদ্রোহী প্রার্থী আয়নাল হকের এ সিদ্ধান্তকে ইতিবাচক দেখছেন উপজেলার প্রবীন রাজনিতীবিদরা।