যশোর প্রতিনিধি :: যশোরের শার্শায় ১০ পিস ( ১ কেজি ১শত ৯২.৬৯ গ্রাম ওজনের )স্বর্ণের বারসহ শুভ ঘোষ ( ৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।আটক পাচারকারী শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনম টোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।
রোববার ( ৪ঠা মে )দুপুরের সময় শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে এইপাচারকারীকে আটক করে শার্শা থানা পুলিশ ।
পুলিশ সূত্রে জানা,চেকপোস্ট ডিউটি পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার ( এএসআই ) আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে এক জনকে আটক করে। পরে তার শরীর তল্লাশি চালিয়ে জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১ কেজি ১শত ৯২.৬৯ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য প্রায় সোয়া ১ কোটি টাকা।
নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান স্বর্ণসহ পাচারকারী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।