যশোর আজ শনিবার , ২৯ জুন ২০২৪ ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

শার্শায় সাপের কামড়ে কন্যা শিশুর মৃত্যু

প্রতিবেদক
Jashore Post
জুন ২৯, ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ
শার্শায় সাপের কামড়ে কন্যা শিশুর মৃত্যু
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

মেহেদী হাসান :: যশোরের শার্শায় বিষাক্ত সাপের কামড়ে প্রান্তি (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। প্রান্তি শার্শার একঝালা ( নিজামপুর ) গ্রামের সোহাগ হোসেনের মেয়ে।

শনিবার ( ২৯ জুন ) ভোরের দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রান্তির মামা ব্যাংক কর্মকর্তা রাকিব হোসেন জানান, রাতে খাওয়া দাওয়া শেষে প্রান্তি মা বাবাসহ ঘুমিয়ে পড়েছিলো। রাত ১২ টার দিকে বিষধর সাপ তাকে কামড় দেয়।পরে শিশুর চিৎকারে কান্নাকাটি করলে তার মা বাবা তাকে গ্রামের একটি ওঝার কাছে নিয়ে গেলে সাপে কেটেছে বলে ওঝা জানান।

পরে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য প্রান্তিকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। যশোরে ভর্তির পর তার অবস্থা আরও খারাপ হলে তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়।এর পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি দেশজুড়ে বিষধর সাপ ‘রাসেলস ভাইপার’ আতঙ্কের মধ্যে শিশু প্রান্তির এমন মৃত্যুতে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত