শার্শা প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে প্রকাশ্য দিবালোকে ফিল্ম স্টাইলে সন্ত্রাসী হামলা চালালে বিএনপির দুই কর্মী জখম হয়। এসময় গ্রামবাসীর প্রতিরোধের মুখে ইমরান হোসেন ( ৩৪) ও আরিফ পারভেজ ( ২৩) নামের দুই সন্ত্রাসী আটক হয়।
আটক হওয়া ইমরান উপজেলার কালীয়ানী গ্রামের আব্দুল মোতালেবের পুত্র ও আরিফ পাভেজ পাঁচভুলোট গ্রামের আব্দুস সালামের ছেলে।
বুধবার ( ২২ অক্টোবর )দুপরে দাউদখালী গ্রামের নিকিরি পাড়ায় এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুলির খোঁসা উদ্ধার করে শার্শা থানা পুলিশ। পরবর্তীতে গ্রামবাসীর হাতে আটক হওয়াদের শার্শা থানা পুলিশে সোপার্দ করা হয়েছে। হামলার সময় মুঠো ফোনে ধারনকৃত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহুর্তে তা ভাইরাল হয়।
গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবারের দেওয়া তথ্য সুত্রে জানা যায়, দাউদখালী গ্রামের নিকিড়ি পাড়ার আওয়ামীলীগ নেতা কাদেরসহ কয়েকটি পরিবার শার্শা উপজেলা বিএনপির যুগ্নসাধারন সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস( মাছ কুদ্দুস )এর আশ্রয় পশ্রয়ে বিএনপির রাজনৈতিক কর্মকান্ডে অংশ নিচ্ছেন। এতে দলের ত্যাগী নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়ে প্রতিবাদ জানাই ও আওয়ামীলীগের নেতা-কর্মীদের বিএনপির যে কোন কর্মকান্ডে থাকতে না দেওয়ার ঘোষণা দেন।
এ ঘটনায় বিএনপি নেতা কুদ্দুসআলী ক্ষিপ্ত হয়ে ফোন করে ভুক্তভোগীদের দেখে নেওয়ার হুমকী দেন। এর কিছু সময় পর পাচ ভুলোট গ্রামের বিএনপি নেতা আজিবরবদ্দীর ছেলে সাজু বদ্দিসহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল নিকিরি পাড়ায় ঢুকেহামলা চালিয়ে জাহান আলী ধাবকের ছেলে আলী হোসেনেকে পিটিয়ে রক্তাক্ত ও জখম করে। বাধা দিতে গেলে সাথে থাকা তার ভাই জাকিরকেও গুরুতর জখম করে।
পরে গ্রামবাসী প্রতিরোধ গড়ে তুললে হামলায় অংশ নেওয়া সন্ত্রাসীরা পিস্তল দিয়ে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। গ্রামবাসীরা ধাওয়া করে সন্ত্রাসীদের ব্যবহৃত ফেলে যাওয়া একটি মোটর সাইকেল আগুন ধরিয়ে জ্বালিয়ে দেই।
এলাকাবাসীর দেওয়া খবরে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আটককৃতদের পুলিশ হেফাযতে নেওয়াসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। হামলাকান্ডের নির্দেশদাতা হিসাবে আভিযুক্ত বিএনপি নেতা কুদ্দুসের সহিত যোগা যোগের চেষ্ঠা চালালেও সাক্ষাৎ না মেলায় তার বক্তব্য জানা যাইনী।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টিসহ থম থমে অবস্থা বিরাজমান। সংবাদ লেখাকালীন সময়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ হতে মামলার প্রস্তুতি চলছিলো।