শার্শা প্রতিনিধি :: শার্শা থানা পুলিশের অভিযানে গত সোমবার ( ১৯মে )একটি বন্য প্রানী তক্ষকসহ দুই পাচারকারী গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো-যশোর জেলার শার্শা থানাধীন মাটিপুকুর গ্রামের মৃত হাসেম আলীর ছেলে করিম হোসেন (৪৮) ও মেহেরপুর জেলার গাংনি থানাধীন সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে মামুনুর রশিদ।
শার্শা থানা সূত্রে জানা যায়,এস আই হযরত আলী সজ্ঞীয় অফিসার ফোর্স সহায়তায় মাটিপুকুর গ্রামের করিমের বসত ঘরের শয়ন কক্ষে অভিযান পরিচালনা করে একটি তক্ষক উদ্ধারসহ ঐ পাচারকারীদ্বয়কে গ্রেফতার করে। এ সংক্রান্তে থানায় একটি মামলা রুজু হয়েছে।
ইতিপূর্বেও করিম হোসেনের নামে একই অপরাধে ১টি মামলা রয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশে বন্যপ্রানীটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হলেবন বিভাগ প্রানীটি অবমুক্ত করেছে বলে জানা গেছে।