
মাহমুদুল হাসান:: যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শার্শা সরকারি পাইলট মডেল হাইস্কুলে জাল বেসরকারী শিক্ষক নিবন্ধন সনদ( এনটিআরসিএ )দিয়ে নিয়োগ পেয়েই সরকারি বেতন তুলছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক( ব্যবসায় শিক্ষা )জয়দেব কুমার বিশ্বাস। অভিযুক্ত শিক্ষক শার্শা উপজেলাধীন পান্তাপাড়া গ্রামের নয়নচন্দ্র বিশ্বাসের ছেলে।
এছাড়াও তার বিরুদ্ধে ফ্যাস্টিট আওয়ামী সরকারের আমলে প্রভাব খাটিয়ে অসৎপন্থায় শিক্ষকতা পেশায় নিয়োগ পাওয়ার অভিযোগ রয়েছে।
এঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাহারা সংশিষ্ট উর্দ্ধতণদের হস্তক্ষেপ চেয়ে অতিদ্রুত অভিযুক্ত শিক্ষক জয়দেবের শিক্ষা সনদ যাচাই-বাছাই পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনার দাবী জানিয়েছেন।
জাল সনদ ও অভিযোগ বিষয়ে জানতে চাইলে মুঠো ফোনে সহকারী শিক্ষক জয়দেব যশোর পোস্ট প্রতিবেদককে জানান,তার শিক্ষা সনদসহ সকল কাগজপত্র সঠিক এবং যাচাই বাছাই শেষে তিনি নিয়োগ পেয়ে সহকারী শিক্ষক হিসাবে বিগত ২০১০সালে অত্র বিদ্যালয়ে যোগদান করেন।
২০২৩ সালে এডহক ভিত্তিতে পুনঃ নিয়োগের পূর্বে জাল এনটিআরসিএ সনদ জমা দেওয়ার প্রশ্নে? তিনি বলেন আমি এনটিআরসিএ সনদ জমা দেইনী। কারন জিজ্ঞাসায় তিনি কোন সদউত্তর দেননি।
নাম প্রকাশ না করার শর্তে অভিযোগকারীর দেওয়া তথ্য সুত্রে মতে জানা যায়,জয়দেব কুমার তার বেসরকারি শিক্ষক নিবন্ধন নং-১২৩১০৯২৮ ও পাসের সাল ২০০৮ সনদপত্র জমা দিয়েছেন। যা যাচাই বাছাই কালে জাল প্রমানিত হবে। জাল জালিয়াতির আদলে তার বন্ধু অমলকৃষ্ণ মুজমদারের এনটিআরসিএ সনদ জাল করে জমা দিয়েছেন যা প্রতারণা ও শাস্তিযোগ্য অপরাধ। এমনকি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগকালীন সময়ে আওয়ামী নেতাদের তদবিরে প্রভাব খাটিয়ে তৎকালীলন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে বড় অঙ্কের টাকা ঘুস দিয়ে নিয়োগ পেয়েছেন শিক্ষক জয়দেব।
এ বিষয়ে শার্শা সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে তিনি বলেন শিক্ষক জয়দেব এর নিয়োগ কালীন সময়ে তিনি প্রধান শিক্ষক ছিলেন না। আর ২০০৮ সালের পরবর্তী সময় হতে এনটিআরসিএ পদ্ধতিতে শিক্ষক নিয়োগ হচ্ছে। সরকারি বেতন পেতে এনটিআরসিএ সনদ ব্যাতিত নিয়োগের কোন সুযোগ নেই।
জাল সনদে নিয়োগ পেয়ে সরকারি বেতন তোলার অভিযোগ বিষয়ে জানতে চাইলে শার্শা উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিল্লুর রশীদ জানান,অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যাবস্থা নিবো।