সাগর কুমার বাড়ই( খুলনা )জেলা প্রতিনিধি:: শনিবার( ১৩ সেপ্টেম্বর ) বিকেল ৪ টার দিকে খুলনার রূপসা উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সম্মেলন ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী নেতা মোঃ সাইফুল ইসলাম মেগদাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রুপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লাবিবুল ইসলাম , সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ ইমন , রূপসা উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সেক্রেটারি মাওলানা হারুনার রশীদ ও শ্রীফলতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সেলিম আজাদ ।
জামায়াত নেতা মোঃ ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলন ও নির্বাচনী সমাবেশে অন্যানের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আলী হোসেন,মোঃ আরাফাত হোসেন,মোঃ নাজমুল হাসান,মোঃ হুমায়ুন কবির মল্লিক,মোঃ হুমায়ুন শেখ,রূপসা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুশফিকুর রহিম ও আমিন মোড়ল।