
জাকির হোসেন হাওলাদার (পটুয়াখালী ) জেলা প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জামলা আবাসন থেকে ডাকাতিয়া খাল গোড়া ভায়া তালুকদার বাজার মাটির রাস্তাটি পাকাকরণ করনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসীসহ পার্শ্ববর্তী ইউনিয়নের জনসাধারণ।
শনিবার ( ৯ আগস্ট )বিকাল সাড়ে পাঁচটায় তালুকদার বাজার রাস্তার উপরে উক্ত মানববন্ধন কর্মসূচি দক্ষিন সালামপুর মাঈনুল উলুম কাওমী মাদ্রাসার পরিচালক মাওলানা ইউসুফ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় এলাকাবাসীর মধ্য থেকে বক্তব্য রাখেন,জামলা নিবাসী মোঃ আমিনুল ইসলাম শাহিন খান, উত্তর শ্রীরামপুর নিবাসী মোঃ জাকির হোসেন হাওলাদার,জামলার মোঃ গোলাম কিবরিয়া, শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খন্দকার মিজানুর রহমান, দক্ষিণ শ্রীরামপুর নিবাসী মনিরুল ইসলাম শুজুর, সোহাগ খান, রবিউল ইসলাম আব্বাস,পাশ্ববর্তী মৌকরুন ইউনিয়নের বাসিন্দা খলিলুর রহমান,মুরাদিয়া ইউনিয়নের লিটন ভূঁইয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তাগন বলেন,দুমকি উপজেলাধীন শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জামলা আবাসন থেকে তালুকদার বাজার হয়ে দক্ষিনে ডাকাতিয়া খাল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কাঁচা রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় পঞ্চাশ বছর পূর্বে রাস্তাটির নির্মাণ করার পর থেকে এখন পর্যন্ত পাকাকরণ তো দূরের কথা মেরামতের কাজ?ও হয়নি। বর্ষার মৌসুমে রাস্তাটিতে বৃষ্টির পানি জমে কাঁদা এবং খানাখন্দের কারণে চলাচলের অনুপযোগী হয়ে যায়।
বিগত সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও জন প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও অজানা কারণে রাস্তাটি পাকাকরণ হয়নি। অথচ এই রাস্তা দিয়ে ৪ টি ইউনিয়নের সহস্রাধিক জনসাধারণ প্রতিদিন উপজেলা শহর দুমকি ও জেলা শহর পটুয়াখালীতে যাতায়াত করে। এছাড়াও এই রাস্তা দিয়ে তালুকদার বাজার ও কলবাড়ি বাজারের ব্যবসায়ীদের মালামাল ও চার ইউনিয়নের জনসাধারণের নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ নির্মাণ সামগ্রী পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
রাস্তাটি নিয়ে ১০/১৫ টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদসহ এলাকাবাসীর চলাচলের একমাত্র মাধ্যম। অসুস্থ ও মুমুর্ষ রোগীদের জরুরি ভিত্তিতে যাতায়াত অনিশ্চিত হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে রাস্তাটি পাকাকরণের জন্য উপজেলা প্রশাসন, এলজিইডি, জেলা প্রশাসনসহ উর্ধতিন কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়।
এসময় এলাকাবাসীসহ পার্শ্ববর্তী মৌকরুন,মুরাদিয়া, লেবুখালী ও লাউকাঠী ইউনিয়নের জনসাধারণ উক্ত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে। জাকির হোসেন হাওলাদার দুমকি পটুয়াখালী।