খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড় উপজেলার মাহবুবনগরে শান্তি পরিবহনের একটি নৈশকোচ গভীর খাদে পড়ে অন্তত ৯ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার ( ২৪ জুন ) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়,ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি মাহবুবনগরে পৌঁছালে চালক সম্ভবত ঘুমিয়ে পড়েন এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে পাশের গভীর খাদে।
আহত যাত্রী তানিয়া বলেন,চালক শুরু থেকেই খুবই বেপরোয়া ছিলেন। পথেই একবার ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়, কিন্তু কেউ আহত হয়নি। আমরা বারবার বলেছিলাম সাবধানে চালাতে, কিন্তু চালক শোনেননি।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে দ্রুত অভিযান চালিয়ে আহতদের জালিয়াপাড়া বিজিবি হাসপাতালে পাঠান।
আহতদের মধ্যে রয়েছেন নজরুল ইসলাম, বাস হেলপার রমজান আলী, তানিয়া, হাজেরা বেগম, বাস সুপার ভাইজার আজাদ, জাহিদা আক্তার, মোঃ রেজওয়ান, খোরশেদ আলম ও মোঃ ইব্রাহিম।এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন বলেন,আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করেছি। বাসটি উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হবে। চালক পলাতক, তাঁকে গ্রেফতারের চেষ্টা চলছে।