সর্বশেষ খবরঃ

রাজশাহীতে ইমো প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:: রাজশাহীতে ইমোর অ্যাকাউন্ট হ্যাক করে মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাটোরের লালপুর থানার বিলমারিয়া গ্রামের মোঃ শাকিব বিশ্বাস ( ১৯), মমিনপুর গ্রামের মোঃ মেহেদী আলী ( ২১) ও রাজশাহী জেলার হরিরামপুর এলাকার মো. আল আমিন ( ২০)।

শনিবার দিবাগত রাতে নগরের চন্দ্রিমা আবাসিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আজ রোববার বিকেলে র‌্যাব নাটোর ক্যাম্প একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।

র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ওই প্রতারক চক্রকে আটকের চেষ্টা করে আসছিল র‌্যাব। র‌্যাবের নাটোর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ওই চক্রের কয়েকজন সদস্য রাজশাহী নগরের চন্দ্রিমা থানাধীন আবাসিক এলাকায় অবস্থান করছেন।

পরে গতকাল দিবাগত রাতে তাঁরা সেখানে অভিযান চালিয়ে তিন হ্যাকারকে গ্রেপ্তার করে। এ সময় আরও তিনজন পালিয়ে যান। এ সময় তাঁদের কাছ থেকে ইমোর অ্যাকাউন্ট হ্যাক করার কাজে ব্যবহৃত ২১টি মোবাইল ফোন, ৪৯টি সিম কার্ড, ৪টি মেমোরি কার্ড, ২টি ল্যাপটপ, ১টি ক্যামেরা, ১টি টেলিফোন, ১টি সিসি ক্যামেরাসহ ৪৫ হাজার টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, পলাতক তিনজনসহ তাঁরা দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ‘ইমো’ অ্যাপ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক করে আসছেন। পরে তাঁরা ইমো ব্যবহারকারীদের পরিচিতজনদের কাছ থেকে প্রতারণার আশ্রয় নিয়ে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন।

প্রেস বিজ্ঞপ্তি হতে আরো জানা যায়, রাজশাহী অঞ্চলের নাটোরের লালপুর, রাজশাহীর বাঘা ও চারঘাট এলাকার অনেক মানুষের ইমোর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। ভুক্তভোগীরা নিয়মিতই এই ধরনের অভিযোগ করে আসছেন।

‘ইমো হ্যাকার’ চক্রটি এই এলাকাগুলোতে থাকলেও তাঁরা বর্তমানে স্থান পরিবর্তন করে অন্যত্র থাকছেন। এই হ্যাকাররা ইমো হ্যাক করে ভুক্তভোগীদের স্বজনদের কাছে বিপদের কথা বলে টাকা ধার চান এবং তাঁরা না বুঝে টাকা দিয়ে দেন।

টাকা দেওয়ার পর জানতে পারেন, তাঁর ইমোর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এভাবে ইমো হ্যাকাররা দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ইমো থেকে কখনো ওটিপি কোড এলে কোডটি কারও কাছে শেয়ার করা থেকে বিরত থাকার আহবান জিানিয়েছে র‌্যাব।


আরো খবর

বিশ্ব অলি শাহানশাহ হকভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে মোটর র‍্যালী
বিশ্ব অলি শাহানশাহ হকভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে মোটর র‍্যালী
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জে প্রায়১৪ হাজার মূল দলিল বিনষ্টের ঘোষণা
গোবিন্দগঞ্জে প্রায় ১৪ হাজার মূল দলিল বিনষ্টের ঘোষণা
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন