স্টাফ রিপোর্টার :: রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষের জেরে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।নিহতরা হলেন—নাসির বিশ্বাস (৩০) ও মোঃ মুন্না (২২)। শুক্রবার ( ২০ সেপ্টেম্বর ) রাতে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ( ওসি ) আলী ইফতেখার হাসান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রায়েরবাজার এলাকার কিশোর গ্যাং লিডার ইলক্স ইমনের নেতৃত্বে দেড় শতাধিক সদস্য কবরস্থানের ভেতর থেকে তিন চার জনকে ধরে নিয়ে আসেন। আজিজ খান রোডে এ সময় তিন জনকে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। এতে নাসির ও মুন্না গুরুতর জখম হন। পরে মুন্নাকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং নাসিরকে ঢাকা মেডিক্যাল কলেজ ( ঢামেক ) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।