
এম কামরুজ্জামান ( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১২ আগস্ট )সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় গাবুরা ইউনিয়ন বনাম নুরনগর ইউনিয়ন। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ১-০ গোলের ব্যবধানে নুরনগর ইউনিয়নকে পরাজিত করে গাবুরা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের সাবেক আমির,জেলা জামায়াতের অন্যতম সদস্য ও সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা নায়েবে আমির মাওলানা মোঃ মইনুদ্দিন মাহমুদ, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, নুরনগর ইউনিয়নের আমির ডঃ রুহুল আমিন ও গাবুরা ইউনিয়নের আমির মাওলানা দিদারুল ইসলাম।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা ও সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামী শাখার সহকারী সেক্রেটারি ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি জনাব সাঈদী হাসান বুলবুল।খেলায় অংশগ্রহণকারী দল,অতিথিবৃন্দ এবং দর্শনার্থীদের অংশগ্রহণে মাঠ ছিল উৎসবমুখর।
উল্লেখ্য,ইতোপূর্বে শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ধাপে ধাপে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিজয়ী দলগুলো নিয়ে চূড়ান্ত পর্বে ফাইনাল ম্যাচের আয়োজন করা হয়।