যশোর আজ শুক্রবার , ২৮ জানুয়ারি ২০২২ ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

যুদ্ধ চায় না রাশিয়াঃসের্গেই ল্যাভরভ

প্রতিবেদক
Jashore Post
জানুয়ারি ২৮, ২০২২ ৪:৪৯ অপরাহ্ণ
যুদ্ধ চায় না রাশিয়াঃসের্গেই ল্যাভরভ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বে বাজছে যুদ্ধের দামামা। দেশটির সীমান্তে রাশিয়ার লাখো সেনা মোতায়েনের প্রতিক্রিয়ায় পূর্ব ইউরোপে সেনা ও অস্ত্র মজুদ বাড়িয়েছে ন্যাটো জোট।

এর মধ্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার ( ২৮ জানুয়ারি ) বলেন,যুদ্ধ চায় না রাশিয়া।দেশটির মিডিয়াকে ল্যাভরভ বলেন, ক্রেমলিন কিয়েভের সঙ্গে যুদ্ধ চায় না তবে নিরাপত্তা ইস্যুতে মস্কো ছাড় দিবে না।

রুশ এই মন্ত্রী আরও বলেন,ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা নিশ্চিতের আলোচনা এখনো শেষ হয়নি। ন্যাটো থেকে পাওয়া প্রস্তাবগুলোর চেয়ে মার্কিন প্রস্তাব ভালো। এছাড়া ল্যাভরভ জানান, তিনি আশা করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে সাক্ষাত হবে।

এদিকে বৃহস্পতিবার ( ২৭ জানুয়ারি ) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমায়ার জেলেনস্কির সঙ্গে এক টেলিফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেন সীমান্তে থাকা রুশ সেনারা ফেব্রুয়ারিতে আগ্রাসন চালাতে পারে বলে।

এমন ‘স্পষ্ট সম্ভাবনা’রয়েছে বলে সতর্ক করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরই যুদ্ধ চায় না বলে জানালো রাশিয়া।

তথ্যসূত্র: বিবিসি,আল জাজিরা।

সর্বশেষ - লাইফস্টাইল