যশোর আজ বৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২ ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

যশোর জেলা হতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় টিআরসি পদে চাকরি পেল ৭৭জন

প্রতিবেদক
Jashore Post
এপ্রিল ২১, ২০২২ ১২:০৩ অপরাহ্ণ
যশোর জেলা হতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় টিআরসি পদে চাকরি পেল ৭৭জন
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

যশোর প্রতিনিধি:: সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে যশোর জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল ( টিআরসি ) পদে চাকরি পেল ৭৭ জন।

বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল ( টিআরসি) পদে যশোর জেলার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানান সম্মানিত পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি।

গত বুধবার ( ২০ এপ্রিল ) সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল ( টিআরসি )পদে ফেব্রুয়ারি-২০২২ এর যশোর জেলা লোক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেন যশোর জেলা সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম (বার),পিপিএম।

এরপর পরই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সাথে পুলিশ সুপার মহোদয় অত্র জেলা রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লোক নিয়োগ বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সুপার উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আরো বলেন, আমরা নিয়োগের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে এই লোক নিয়োগ প্রক্রিয়াটি শেষ করেছি।

এখানে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে তারা সকলেই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্থান পেয়েছে। একই সাথে তিনি চূড়ান্ত ফলাফলে যেসকল প্রার্থী অকৃতকার্য হয়েছে তাদের পরবর্তীতে আবার  প্রস্তুতি নিতে আহবান করেন।

সময় আরো উপস্থিত ছিলেন অত্র নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ এবং অত্র নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোসবৃন্দ।

সর্বশেষ - লাইফস্টাইল