যশোর আজ বুধবার , ১৫ ডিসেম্বর ২০২১ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

যশোরে ৪টি বার্মিস চাকু উদ্ধার সহ কিশোর গ্যাং এর ৪ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
Jashore Post
ডিসেম্বর ১৫, ২০২১ ১১:১১ পূর্বাহ্ণ
যশোরে ৪টি বার্মিস চাকু উদ্ধার সহ কিশোর গ্যাং এর ৪ সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

যশোর প্রতিনিধি:: যশোর কোতয়ালী থানাপুলিশের অভিযানে ৪টি বার্মিস চাকু উদ্ধারসহ ছিনতাই কাজে জড়িত থাকা কিশোর গ্যাং এর ৪ সদস্য গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো যশোর সদর উপজেলার ঘোপ সেন্ট্রাল এলাকার মৃত সুরুজ খানের ছেলে মোঃ রাব্বী (১৯),একই উপজেলা কতোয়ালী থানাধীন খড়কী কাসারদিঘী এলাকার আব্দুল জব্বারের ছেলে তানভীর হোসেন ইমন ( ১৯),বেজপাড়া গোল গোল্লা মোড় এলাকার মোঃ আলমগীর হোসেনের ছেলে রায়হান ইসলাম তূর্য্য( ১৯) ও নঙ্গরপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সাকিবুর রহমান সাদী ( ১৯)।

মঙ্গলবার ( ১৪ ডিসেম্বর ) দুপুরে যশোর কোতয়ালী থানাধীন যশোর পৌর পার্ক হতে ঐ ৪জনকে গ্রেফতার কোতয়ালী থানা পুলিশ।

যশোর জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়,যশোর পৌর পার্কের মধ্যে জুবায়ের হোসেন ও সোহান হোসেন নামের দুই স্কুল ছাত্রকে ৩/৪জন ছিনতাইকারী আটকিয়ে তাদের কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনতাই করার চেষ্ঠা চালায়।

ভিকটিমরা তা প্রতিহত করতে গেলে ছিনতাইকারীদের কাছে থাকা চাকুর আঘাতে আহত হন। সংবাদপেয়ে ডিবি ওসির নির্দেশে এস আই ইদ্রিসুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌছে জনগনের সহযোগীতায় ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে ২টি বার্মিস চাকু সহ হাতে নাতে গ্রেফতার ও ভিকটিমদের উদ্ধার করেন।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে কিশোর গ্যাং এর ছিনতাইকান্ডে জড়িত অপর ২সদস্যকে জেপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২টি চাকুসহ গ্রেফতার করেন।

প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ কিশোর গ্যাং ছিনতাইকারী চক্রের সদস্য বলে স্বীকার করেন। তারা যশোর শহর ও শহরতলীর বিভিন্ন জায়গায় নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ড করে থাকে বলে জানা যায়।

এ সংক্রান্তে আহত ভিকটিম জুবায়ের এর পিতা বাদি হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৩৩ ও তারিখ ১৫-১২-২০২১।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার জানান,কিশোর গ্যাং এর বিরিুদ্ধে জেলা জুড়ে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - সারাদেশ