বেনাপোল প্রতিনিধি :: যশোরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের অভিযানে দুইশত ছিয়ানব্বই বোতল ফেনসিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
রবিবার( ১৬ মার্চ ২০২৫ )ভোর রাতে যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন ১২ নং নিজামপুর ইউনিয়ন এর ০৯ নং ওয়ার্ডস্থ শ্রীকোনা গ্রামে অভিযান চালিয়ে ঐ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো-যশোর জেলার শার্শা থানাধীন শ্রীকোনা গ্রামের মোঃ জিন্নাত আলীরি ছেলে মোঃ একরামুল (২৪) ও একই জেলা থানাধীন ফকির চান বিশ্বাসের ছেলে রঞ্জন বিশ্বাস ( ৩৯)।
র্যাবের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দেখানো ও সনাক্ত মতে, শ্রীকোনা গ্রামের মোঃ হাইবাবু ( ৩৫) এর বসতবাড়ির বাহিরে আঙ্গিনার পূর্ব দুয়ারি টিনের চৌচালা রান্নাঘরের ভেতর হতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮,৮৮,০০০/- ( আট লক্ষ আটাশি হাজার টাকা মাত্র )।গ্রেফতারকৃত আসামীদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃসংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে আরো জানা গেছে।