যশোর প্রতিনিধি :: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কমেন্টে প্রথমে আজে বাজে কথা লেখা ও পরে কলে গালি গালাজসহ প্রান নাশের হুমকী দেওয়ায় পলিটেকনিক কলেজ পড়ুয়া ছাত্র লিংকন হোসাইনের( ২২) নামে থানায় অভিযোগ করেছে যশোর মহিলা কলেজের ছাত্রী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য ফারহানা হোসেন অরণ্য ( ১৯)। অভিযুক্ত ছাত্র লিংকনের বাড়ি একই জেলার কোতয়ালী থানাধীন মালঞ্চী গ্রামে।
শুক্রবার( ৯ মে )যশোর কোতয়ালী থানায় অরণ্য লিখিত অভিযোগ দায়ের করেছেন জানিয়ে গনমাধ্যমকর্মীদের বলেন, ফেসবুক নাম লিংকন হোসাইন আইডি দিয়ে তার সাথে ফেসবুক ফ্রেন্ড সার্কেলে যুক্ত হয়। গত ৯মে রাত আনুমানিক ১২.৩০ মিনিটে অভিযুক্ত তার ফেসবুক কমেন্ট বক্সে অপ্রাসাংগিক কথা বার্তা লেখাসহ কলে গালি গালাজ করে জীবন নাশের হুমকী দেই লিংকন।

সে আরো বড় ধরনের ক্ষতি করতে পারে এ আশংকা থেকে তিনি থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে অভিযুক্ত লিংকনের সাথে যোগা যোগের চেষ্ঠা চালালেও সাক্ষাৎ না পাওয়ায় বক্তব্য জানা যাইনী।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে অভিযোগের তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার সাব ইন্সপেক্টর দেবাশীষ হালদার জানান,তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।