সর্বশেষ খবরঃ

যশোরে নগদ ডিস্ট্রিবিউটরের ৩৫লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৭

যশোরে নগদ ডিস্ট্রিবিউটরের ৩৫লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৭
যশোরে নগদ ডিস্ট্রিবিউটরের ৩৫লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৭

যশোর প্রতিনিধি :: যশোরে পুলিশী তৎপরতায় দ্রুততম সময়ের মধ্যে মণিরামপুর উপজেলার জামতলা নামক স্থান হতে প্রাইভেট ঠেকিয়ে নগদের ডিস্ট্রিবিউটরের ৩৫ লাখ টাকা ছিনতাই ঘটনায় ৩২ লাখ টাকা উদ্ধারসহ ৭জন গ্রেফতার হয়েছে। বুধবার( ১৮ জুন )যশোর জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- যশোর জেলার কোতয়ালী থানাধীন পোস্ট অফিস পাড়া এলাকার মৃত খোরশেদ আলম মির্জার ছেলে ইউসুফ আলী সাজু ( ৩১), ঝিকরগাছা থানাধীন খোষাল নগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে মোঃ সাগর হোসেন( ২৪ ),একই থানাধীন বাকড়া দিগদানা গ্রামের ইসরাইল গাজীর ছেলে মোঃ রনিগাজী( ২৬ ), ঝিকরগাছা থানাধীন বাকড়া দিনগানা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে সুজন ইসলাম( ৩৩),একই থানাধীন খোষাল নগর গ্রামের মজনুর রহমানের ছেলে মোঃ সোহেল রানা (২১),বাকড়া গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে ইমাদুল গাজী ( ৪৬) ও ঝিকরগাছা থানাধীন বাকড়া দিগদানা গ্রামের ইমদাদুল গাজীর ছেলে নাসিম গাজী ( ১৯)।

পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়,গত ১৭ জুন সকাল ৯ ঘটিকায় নগদের ডিস্ট্রিবিউটর মোঃ রবিউল ইসলাম একটি প্রাইভেটকার যোগে যশোর হতে মণিরামপুর যাচ্ছিলো।পতিমধ্যে জামতলা নামক স্তানে পৌঁছালে অজ্ঞাতনামা আসামীরা দুটি মোটর সাইকেল যোগে গিয়ে গাড়ির গতিরোধ করে ধারালো চাপাতি দিয়ে ভয়ভিতী দেখিয়ে রবিউলের কাছে থাকা ৩৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাই।

তাৎক্ষনিক তিনি ৯৯৯ এ ফোন করে পুলিশকে ঘটনাটি অবহিত করেন। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় যশোরের পুলিশ সুপার রওনক জাহান ঘটনাটির তদন্ত কার্যক্রম চালাতে জেলা পুলিশের নির্দেশনা দেন।

সেমতে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোর সজ্ঞীয় অফিসার ফোর্স সহায়তায় অপরাধীদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযানে নামে।ঘটনার আগে পরের সিসি ফুটেজ পর্যালোচনা করে ছিনতাই এর কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলের সুত্র ধরে ঘটনায় জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে অভিযানে ডিবি সহ পুলিশের একাধিক টিম।

যশোরের ঝিকরগাছা থানাধীন খোষালনগর গ্রাম হতে মোঃ সাগর হোসেন (২৪) গ্রেফতার পূর্বক ছিনতাই কাজে ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে যশোর জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করা হয়।

নগদের টাকা বহনকারী প্রাইভেটকার চালক ইউসুফ আলী ওরফে সাজুর যোগসাজজে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে আরো জানা গেছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে একাধিক ব্যাক্তির হেফাযত হইতে ছিনতাই হওয়া ৩২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা পূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপার্দ করার কার্যক্রম চলমান রয়েছে।

আরো খবর

ভোলার চরফ্যাশ এবার ‘ইত্যাদি’
ভোলার চরফ্যাশ এবার ‘ইত্যাদি’
চাঁদার দাবীতে যশোরে মুরগী ব্যবসায়ীর টাকা ছিনতাই ঘটনায় আদালতে মামলা
চাঁদার দাবীতে যশোরে মুরগী ব্যবসায়ীর টাকা ছিনতাই ঘটনায় আদালতে মামলা
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
খোলপেটুয়া নদী ভাংগন আতঙ্কে উপকুলবাসী
খোলপেটুয়া নদী ভাংগন আতঙ্কে উপকুলবাসী
জামালপুরে জুলাই শহীদ এবং আহত ১৫ পরিবারকে আর্থিক সহায়তা ও অটো রিক্সা প্রদান
জামালপুরে জুলাই শহীদ এবং আহত ১৫ পরিবারকে আর্থিক সহায়তা ও অটো রিক্সা প্রদান
শার্শায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ
শার্শায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের সাইকেল বিতরণ
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোক্তা বিষয়ক আলোচনা সভা আজ
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোক্তা বিষয়ক আলোচনা সভা আজ
তেরখাদায় চিত্রা মহিলা কলেজে শিক্ষার্থীদের সাথে ব্যাংক কর্তৃপক্ষের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত
তেরখাদায় চিত্রা মহিলা কলেজে শিক্ষার্থীদের সাথে ব্যাংক কর্তৃপক্ষের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত