
যশোর প্রতিনিধি :: মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয় ও বিক্রিত পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকায় যশোরের দুটি প্রতিষ্টানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জরিমানা করেছে।
রবিবার( ১৪ সেপ্টেম্বর )সকালে যশোর সদর উপজেলার মুজিব সড়ক এলাকায় অবস্থিত রসনা সুইটস এন্ড ডেইরি এবং টপটেন মার্ট এ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর অফিস অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান, ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি দল।
অভিযান পরিচালনাকালে দেখা যায়,রসনা সুইটস এর ১ কেজি ওজন মূল্যে বিক্রিয়ের জন্য রাখা ভাড়ে ৯০০গ্রাম দই রয়েছে। এছাড়াও বিক্রয়ের জন্য দোকানে রাখা ঘি এর পাত্রে মূল্য ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা নেই। অনিয়মের দ্বায়ে উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ধারা ৪৬ ও ৪৭ মোতাবেক বিশ হাজার করে মোট চল্লিশ হাজার জরিমানা প্রদান ও তা আদায় করা হয়েছে।
একই দিনে টপ টেন মার্ট পরিদর্শনকালে দেখা যায়, বিপুল পরিমান প্রসাধনী সামগ্রীর গায়ে কোন রকম মূল্য তালিকা লেখা নেই। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ধারা ৪৫মোতাবেক ৫০হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে বলে জানা গেছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোঃসেলিমুজ্জামান বলেন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।