যশোর আজ মঙ্গলবার , ৫ অক্টোবর ২০২১ ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

যশোরে চাকরি মেলায় অংশ নিয়ে সৌদি যাচ্ছে ১হাজার যুবক

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ৫, ২০২১ ১:১৯ অপরাহ্ণ
যশোরে চাকরি মেলায় অংশ নিয়ে সৌদি যাচ্ছে ১হাজার যুবক
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

যশোর প্রতিনিধি :: দেশের জনগোষ্ঠেীকে জনশক্তিতে রুপান্তরিত করতে যশোর এলাকার এক হাজার জনকে সৌদি আরবে কাজের সুযোগ করে দিচ্ছে সরকার।এ উপলক্ষে সোমবার যশোর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চলছে চাকরি মেলা।

রিক্রুটিং এজেন্সি ম্যাক্স ম্যানেজমেন্ট এন্ড সার্ভিসেসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। দিনভর সাক্ষাতকার গ্রহণ শেষে বিদেশগামীদের নির্বাচিত করা হয়েছে।

সকাল ৯ টা থেকে শুরু হওয়ায় এ চাকরি মেলায় যশোর জেলার আট উপজেলার প্রশিক্ষত এবং অপ্রশিক্ষত যুবকরা অংশ নিচ্ছে। সৌদি আরবে থাকা খাওয়ার সুবিধা এবং ওভারটাইমের সুযোগসহ ৭শ’ রিয়েল বেতনে ক্লিনার পদে কাজ পাবেন নির্বাচিত যুবকরা।মেলা শেষে বিকাল ৫টায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সাক্ষাতকারে নির্বাচিতদের হাতে ইয়েস কার্ড তুলে দেন।

যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ হোসেন ভুইয়া জানিয়েছেন, নির্বাচিতরা দালালমুক্তভাবে সরকার নির্ধারিত এক লাখ ৬৫ হাজার টাকা খরচ দিয়ে বিদেশে যেতে পারবেন। পাসপোর্ট ও টিকা নেয়া থাকলে আগামী এক মাসের মধ্যে তারা সৌদি আরব গমন করতে পারবেন।

কেবলমাত্র সাক্ষতকারের মাধ্যমে অল্প খরচে বিদেশ যাওয়ার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন “চাকরি মেলায় ” অংশ নেওয়া যুবকরা।

সর্বশেষ - লাইফস্টাইল