সর্বশেষ খবরঃ

যশোরে গ্রাম আদালতের কার্যক্রম জানাতে সমন্বয় সভা

যশোরে গ্রাম আদালতের কার্যক্রম জানাতে সমন্বয় সভা
যশোরে গ্রাম আদালতের কার্যক্রম জানাতে সমন্বয় সভা

যশোর প্রতিনিধি :: যশোর জেলায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার( ১৯ জুন ) সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউ এন ডিপি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে সক্রিয় করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক,স্থানীয় সরকার মোঃরফিকুল হাসান। সভার শুরুতে তিনি বলেন,গ্রাম আদালত সর্বপ্রথম ১৯৭৬ সালে অধ্যাদেশ জারির মাধ্যমে যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০০৬ সালে আইন হয় এবং ২০১৩ ও ২০২৪ সালে সংশোধন করে সর্বশেষ ৩ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে।

এখানে ফৌজদারি ২৭ টি ও দেওয়ানী ৭ টি মোট ৩৪ টিবিষয়েনিষ্পত্তিরসুযোগরয়েছে। ইতোমধ্যে ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি মেম্বারদের গ্রাম আদালত আইন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গ্রাম আদালত সক্রিয় হলে স্থানীয় বিরোধ স্থানীয় ভাবে নিষ্পত্তি হবে এবং উচ্চ আদালতের মামলার জট কমে আসবে। গ্রাম আদালত সম্পর্কে এখনো অনেক মানুষ জানেনা। মানুষের মধ্যে ব্যাপক প্রচারণা বৃদ্ধির জন্যই আজকের এই সমন্বয় সভা।

সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ( ৩য় পর্যায় )প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার এ্যাডঃমহিতোষ কুমার রায় প্রকল্প পরিচিতি,সভার উদ্দেশ্য,গ্রাম আদালত বিষয়ে প্রচার-প্রচারণায় অংশগ্রহণকারীদের করণীয়,গ্রাম আদালত আইন এবং প্রকল্পের অগ্রগতি বিষয়ে সেসন উপস্থাপনা করেন।

সভার উন্মুক্ত আলোচনা পর্বে উপ পরিচালক,বিআরডিবি,যশোর বলেন, গ্রামআদালত স্থানীয় বিরোধ স্থানীয় ভাবে নিষ্পত্তির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা আমাদের অফিসে আয়োজিত বিভিন্ন ধরণের প্রশিক্ষণ কর্মসূচিতে গ্রাম আদালত সম্পর্কে আলোচনা করছি।

সভায় বেসরকারী প্রতিষ্ঠান রাইটস যশোর,এর নির্বাহী পরিচালক,বিনয় কৃষ্ণ মল্লিক বলেন-আমাদের বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি রয়েছে যা গ্রাম আদালতের কাজের সাথে অঙ্গা অঙ্গি ভাবে জড়িত। যেমন; আইনসহায়তা কর্মসূচি,পাচার প্রতিরোধ,নারীর প্রতিসহিংসতা,বাল্য বিবাহ রোধ। এ সকল কর্মসূচিতে আমরা গ্রাম আদালত বিষয়ে প্রচার করব। তবে প্রকল্প থেকে সচেতনতামূলক উপকরণ সরবরাহ করতে হবে।



এছাড়াও সভায় বেসরকারী প্রতিষ্ঠান জয়তী ফাউন্ডেশন,আহসানিয়া মিশন, ইইপআরসি, দালিত, ওয়াইডব্লিউসিএ, শ্বাশ্বতী মহিলা ও শিশু উন্নয়ন সমিতি, আর আরএফ এর জেলা প্রতিনিধিবৃন্দ গ্রামআদালত সক্রিয়করণে তাদের বাস্তবায়িত সচেতনতামুলক কর্মসূচির মাধ্যমে গ্রাম আদালত বিষয়ে প্রচার প্রচারণা উদ্যোগ গ্রহণ করবেন মর্মে প্রতিশ্রুতি প্রকাশ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এ্যান্ড অপস ) মোঃআবুল বাশার বলেন, গ্রাম আদালত একটি পরিপূর্ণ আইন এবং অত্যন্ত চমৎকার একটি বিচার ব্যবস্থা যেখানে বিরোধীয় পক্ষরাই তাদের বিচারক মনোনয়ন করে দেন। এখানে যাদের বিরোধ ও যারা বিচার করেন তারা সকলেই সব কিছু জানেন।ফলে হয়রানির সুযোগ কম থাকে।

সভায় আরো উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দপ্তরের জেলা কর্মকতা,বেসরকারী প্রতিষ্টানের প্রতিনিধি,গণমাধ্যম প্রতিনিধি, জেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রকল্পের স্টাফবৃন্দ।

সভায় বলা হয়,প্রকল্প শুরুর পর ফেব্রুয়ারি ২০২৪ থেকে মে ২০২৫ পর্যন্ত যশোর জেলায় গ্রামআদালতে মামলা দায়ের হয় ২৭৩৪ টি। এর মধ্যে সরাসরি ইউনিয়ন পরিষদে দায়ের হয় ২২৯৯টি এবং জেলা আদালত থেকে পাঠানো হয় ৪৩৫টি। এর মধ্যেদেওয়ানি ১৩২৬টি ও ফৌজদারি ১৪০৮টি। দায়েরকৃত মামলার মধ্যে আবেদনকারী পুরুষ ১৮৮৬( ৬৮.৯৮% ) এবং নারী ৬৪৮ ( ৩১.০২% ) জন।নিষ্পত্তিকৃত মামলারসংখ্যা ২৬৬২টি (৯৭.৬২%)। মোটক্ষতিপূরণআদায় ৩,০৮,৩১,৪৭০/- ( তিন কোটি আটলক্ষ একত্রিশ হাজার চারশত সত্তর ) টাকা যা ক্ষতিগ্রস্থ পক্ষকে দেওয়া হয়েছে। গ্রামআদালতে গড়ে একটি মামলা নিস্পত্তি হতে ২৩ দিন সময় লাগে।

আরো খবর

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত
দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে আলতাফ চৌধুরীর মতবিনিময়
দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে আলতাফ চৌধুরীর মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ
খুলনার চিত্রা মহিলা ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
খুলনার চিত্রা মহিলা ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
কেশবপুর আসনের মনোনয়ন ফরম তুললেন জেসিনা মুর্শীদ প্রাপ্তি
কেশবপুর আসনের মনোনয়ন ফরম তুললেন জেসিনা মুর্শীদ প্রাপ্তি
পবিপ্রবির ভূমিকম্প পরিমাপক যন্ত্রটি ১৫ বছর ধরেই অচল
পবিপ্রবির ভূমিকম্প পরিমাপক যন্ত্রটি ১৫ বছর ধরেই অচল
রংপুরের ৮ উপজেলায় জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যহত
রংপুরের ৮ উপজেলায় জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যহত
নড়াইলে চোরাই মোবাইল ফোনসহ দুইজন গ্রেফতার
নড়াইলে চোরাই মোবাইল ফোনসহ দুইজন গ্রেফতার