যশোর প্রতিনিধি :: যশোরে অবৈধ্য পন্থায় গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মোঃ ইসরাক করিম নামের ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।
সোমবার ( ২৮ জুলাই) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিপ্তরের যশোর জেলা কার্যালয় কর্তৃক এই অভিযান পরিচালিত হয়।
অভিযান কালীন সময়ে যশোর সদর উপজেলার কারবালা রোড এলাকায় অবস্থিত মেসার্স করিম প্রেট্রলিয়ামে সেনা,দুবাই বাংলা,বসুন্ধরা ও নাভানা কোম্পানির এলপিজি গ্যাস অনুমতি ছাড়াই নকল করে বিভিন্ন সিলিন্ডারে রিফিল করে বিক্রিয় করা পরিলক্ষিত হয় যা দন্ডনীয় অপরাধ এবং ক্রেতাদের সাথে প্রতারনা।
উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫০ ধারায় ২,০০০০০০/- দুই লাখ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান,ক্যাব সদস্য ও যশোর জেলা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ব্যবসায়ীকে জরিমানা করার সত্যতা নিশ্চিত করে যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান জানান,এ ধরনের কর্মকান্ডের দ্বারা যেকোন সময় মানুষের জীবনহানি ঘটতে পারে। জনস্বার্থে এরুপ অভিযান অব্যাহত থাকবে।