যশোর আজ শুক্রবার , ১৬ আগস্ট ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

যশোরে ইউপি সদস্যের বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে শিশুসহ দগ্ধ ৪জন

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ১৬, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ
যশোরে ইউপি সদস্যের বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে শিশুসহ দগ্ধ ৪জন
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: যশোরের ঝিকরগাছা উপজেলায় ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে শিশুসহ ওই পরিবারের চারজন পুড়ে আহত হয়েছে। বুধবার ( ১৪ আগস্ট ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামে ঘরে আগুন দেওয়া হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, ঘরটিতে বাইরে থেকে দরজা আটকে দিয়ে জানালা দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

অগ্নিদগ্ধরা হলেন, ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁন ( ৩৮), তার স্ত্রী মুক্তা বেগম (৩২), ছেলে মেহেদি খাঁন ( ৩) এবং তালিমুলের ছোট ভাই ওবায়দুল খাঁন (৩৪)। বর্তমানে তারা সবাই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

দগ্ধ ওবায়দুল খান জানান, রাতে তার ভাই তালিমুল স্ত্রী সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে তাদের সেই ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ঘরের দরজার বাইরের সিটকিনিতে লোহার তার দিয়ে আটকানো ছিল। পরে ঘরের দরজা ভেঙে তালিমুল, তার স্ত্রী ও ছেলেকে বের করা হয়। তাদের উদ্ধার করতে গিয়ে তিনি নিজেও দগ্ধ হন। তাদের প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ভোররাতে ঢাকার নেওয়া হয়।

ওবায়দুলের স্ত্রী রুমা বেগম জানান, রাত ২টার দিকে তারা আগুন ও চিল্লাচিল্লি শুনতে পান। জানালা খোলা থাকায় সম্ভবত দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে আগুন জালিয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) কামাল হোসেন ভুইয়া জানান,কাগমারি গ্রামে দুর্বৃত্তরা একটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে দগ্ধ চার জন ঢাকায় চিকিৎসাধীন আছেন।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করছে।

সর্বশেষ - সারাদেশ