যশোর আজ শনিবার , ১৬ অক্টোবর ২০২১ ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

যবিপ্রবিতে ভর্তিপরীক্ষা দিতে বসছে ৬ হাজার শিক্ষার্থী

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ১৬, ২০২১ ২:৪৪ অপরাহ্ণ
যবিপ্রবিতে ভর্তিপরীক্ষা দিতে বসছে ৬ হাজার শিক্ষার্থী
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

রবিবার ( ১৭ অক্টোবর ) অর্থাৎ কালই প্রথমবারের মত গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথমবর্ষের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে।এরই ধারাবাহিকতায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( যবিপ্রবি )আসন পড়েছে ৬ হাজার শিক্ষার্থীর।

জি এসটিভ’ক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বলা হয়েছে,১৭ অক্টোবর “এ’ ইউনিটে বিজ্ঞান,২৪ অক্টোবর ‘বি’ ইউনিটে মানবিক ও ১ নভেম্বর‘সি’ ইউনিটে বানিজ্য বিভাগ হতে পাশ করা শিক্ষার্থীদের দুপুর ১২ টা হতে ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের ১ ঘন্টা পূর্বেই পরীক্ষা ক্রেন্দ্রে পৌছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ হতে পরীক্ষা গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যবিপ্রবির জিএসটিভূক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার আহবায়ক কমিটির পক্ষ হতে গুচ্ছ পদ্ধতির পক্রিয়ায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় যবিপ্রবিতে ৬ হাজার শিক্ষার্থীর আসন পড়ার তথ্য নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবন,মাইকেল মধুসূদন দত্ত গ্রন্থাগার কাম একাডেমিক ভবন,ডাঃ এম আর খান মেডিকেল সেন্টার,শেখ রাসেল জিমনেসিয়াম ও টি এসসি ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ডঃ আনোয়ার হোসেন জানান,করোনা পরিস্থিতিকে প্রধান্য দিয়ে ‘এ’ ইউনিট ভূক্ত ৬হাজার শিক্ষার্থীর নির্দিষ্ট আসনে বসে পরীক্ষা নেওয়ার সর্বাত্নক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃক্ষলা বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।

ভর্তিপরীক্ষা সংক্রান্ত যে কোন ধরনের বিশৃক্ষলা দমনে নির্বাহী মেজিস্ট্রেট থাকবে। এমনকি পরীক্ষার সময় পরীক্ষার্থী বা দায়িত্বরতরা মোবাইল ফোন অথবা কোন প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে পারবে না। কেউ যদি অসদুপায় অবলম্বন করে তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যাবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, করোনাকালীন স্বাস্থ্যবিধি পালনের জন্য বেশ কিছু আসন পাশ্ববর্তী ভবনে স্থানান্তর করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নাম্বার,কেন্দ্র ও ভবন নির্দেশিকা থাকবে। এছাড়াও শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য কেন্দ্রটির সব ভবনের প্রবেশমুখে বিএনসিসি সহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা থাকবেন।

উল্লেখ্য শিক্ষার্থীদের যাতায়াত,থাকা-খাওয়ার সমস্যা সহ বিভিন্ন দূর্দশা লাঘবে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্টিত হতে যাচ্ছে।

সর্বশেষ - লাইফস্টাইল