
হানিফ উদ্দিন সাকিব (নোয়াখালী ) জেলা প্রতিনিধি :: নোয়াখালীর জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সারসহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। মায়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশ থেকে এসব সার পাচার হচ্ছিল বলে জানিয়েছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক।
শনিবার ( ১ নভেম্বর ) রাত পৌনে ১০টার দিকে বিষয়টি জানান তিনি। এর আগে গত শুক্রবার দিবাগত মধ্যরাতে এ অভিযান পরিচালনা করে বিসিজি স্টেশন হাতিয়া।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান,একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার থেকে বাংলাদেশে পাচার করবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার সময় হাতিয়ার সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।
এসময় সন্দেহজনক ৩টি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ১ হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সার ও পাচার কাজে ব্যবহৃত ৩টি বোটসহ ৯ পাচারকারীকে আটক করা হয়। আটক এসব সার অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
জব্দ করা সার,পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন ।