যশোর আজ শুক্রবার , ২৬ জুলাই ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

মিশ্র আম চাষেই সফল খাগড়াছড়ির আইচৌক ত্রিপুরা

প্রতিবেদক
Jashore Post
জুলাই ২৬, ২০২৪ ৫:১৬ অপরাহ্ণ
মিশ্র আম চাষেই সফল খাগড়াছড়ির আইচৌক ত্রিপুরা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ি সদর উপজেলা আইচৌক ত্রিপুরা( শিমুল )এর  বাগানে ২৫ জাতের আম চাষ করা হয়েছে। গত ২০২২সালের বর্ষার মৌসুম  তাঁর বাগানে ২৫ প্রজাতির আম চাষ শুরু করেন।

নিজ বাড়ি থেকে এক কিলোমিটার দূরত্ব সেখানে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে অনাবাদি জায়গায় এসব আমের আবাদ করেন তিনি। তিনি আশা করছেন আমের মৌসুম শুরুতে এবং শেষ হওয়ার পরও এসব আম বাজারে বাজারজাত করা হবে।

খাগড়াছড়ি সদর উপজেলা ভাইবোনছড়া ইউনিয়নের জোরমরম সুরেন্দ্র মাস্টারপাড়ায় আইচৌক ত্রিপুরা ( আইচোক ) এর বাড়ি।

বাড়ির এক কিলোমিটার দূরে অনাবাদি ১০একর জায়গা জুড়ে তিনি বিভিন্ন জাতের আমের বাগান গড়ে তুলেছেন। গত বৃহস্পতিবার আমবাগান ঘুরে দেখা যায়, গাছে ঝুলছে নানা রঙের বিভিন্ন প্রজাতির  আম। কাঁচাপাকা আমে ভরে গেছে বাগান। থোকায় থোকায় ঝুলছে হালকা খয়েরি,হালকা কাঁচা হলুদ ও সবুজ রঙের আম।

পোকামাকড় থেকে রক্ষা করতে কিছু আম ফ্রুট ব্যাগে মুড়িয়ে রাখা হয়েছে।বাগানে প্রচুর পরিমাণে ফ্রুট ব্যাগ ব্যবহার করা হয়েছে। নিরাপদ আম উৎপাদনের চেষ্টা করছেন, তাঁরা কীটনাশক ব্যবহার না করে ফ্রুট ব্যাগ ব্যবহার করছে।এই বাগানে বেশ কয়েক প্রজাতির আম চাষ করা হয়েছে। ফলনও ভালো হয়েছে।

বাজারে যখন মৌসুমের আম থাকবে না, তখন এই আমগুলো পাকবে ও বাজারে যাবে। ফলে লাভবান হবেন। এ আম বাগানের ফলন দেখে এখন এলাকার অনেকেই আম চাষে আগ্রহী হচ্ছেন।

আইচৌক ত্রিপুরা( শিমুল )’র বাগানে বেশ কয়েকজন নারী-পুরুষ বাগান পরিচর্যার কাজ করছে। কৌতূহলবসত  জিজ্ঞেস করতেই তারা বলেন,আমরা এই কাজ বাগানে প্রায় তিন বছর যাবৎ কাজ করছি। এখানে কাজ করে আমরা দৈনিক ৪০০টাকা পায়। এটা দিিে আমাদের সংসারের টুকিটাকি খরচ ও ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালাচ্ছি।

বাগান পাহারাদার অপি ত্রিপুরা বলেন,আমরা গরীব মানুষ। জায়গা জমি নেই। আইচৌক ত্রিপুরা আমাদের জন্য এই বাগানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এখন আমরা এখানেই থাকি,এখানে থেকেই বাগান পরিচর্যা করে থাকি। দৈনিক বেতনে আমরা এখানে কাজ করি। কাজের বিনিময়ে আমরা যে টাকা আয় করি,সেটা দিয়ে আমার সংসার মোটামুটি চলছে।

আইচৌক ত্রিপুরা বলেন, তাঁর বাগানে বারি-৪, থাই বানানা ম্যাঙ্গো, আমেরিকান রেড পালমার, কিং অব চাকাপাত, পালমার, বারি-১১, তাইওয়ান গ্রিন, কিংসটোন প্রাইড, কিউজাই, মিয়াজাকি ও থাই বারোমাসি আম আছে। আমের বাগান করার জন্য তাঁর ২লক্ষ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। এসব জাতের আমের চারা সরকারি নার্সারিসহ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন তিনি।

জাহাঙ্গীর বলেন,তাঁর লক্ষ্য একটাই, শুধু মৌসুমের কয়েক মাস নয়, যেন সব সময় মানুষ চাইলে আম খেতে পারেন। দেশে সাধারণত মে থেকে আগস্ট পর্যন্ত এ চার মাসকে আমের মৌসুম হিসেবে গণ্য করা হয়। তবে এই বাগান থেকে প্রায় বছর জুড়েই আম মিলবে। প্রথমবারই তিনি ভালো ফলন পাওয়ার আশা করছেন। নিজের পরিত্যাক্ত জায়গায় আগাছা পরিষ্কার করে প্রায় দশ একর জমিতে আমবাগান গড়ে তুলি। বাগানে ২৫ প্রজাতির আমগাছ আবাদ করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বাছিরুল আলম বলেন, খাগড়াছড়ি জেলায় এ বছর প্রায় ৪হাজার ২’শ ৫০হেক্টর জমিতে আবাদ হয়েছে। এতে প্রায় ৪৫হাজার মেট্রিক টন আম উৎপাদন হয়েছে।

আমাদের  খাগড়াছড়িতে অপার সম্ভাবনাময় আম উৎপাদনের জেলা হিসেবে আবির্ভুত হয়েছে। আমাদের এখান থেকে বিভিন্ন প্রজাতির আম সারাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে এবং কৃষকেরা আম চাষে মোটামুটি লাভবান হচ্ছে।দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পাহাড়ের আমের চাহিদা দ্বিগুণ। পাহাড়ের আম অন্যান্য অঞ্চলের চেয়ে আলাদা একটা চাহিদা ও স্বাদ আছে। মরা বাগানের আমগুলো  বিষমুক্ত।

তিনি আরও বলেন,খাগড়াছড়ি সদর উপজেলার জোররম এলাকার বাগান চাষী শিমুল ত্রিপুরা’র আম বাগান সম্পর্কে আমি ইতোপূর্বে জেনেছি। তিনি একজন ভালো উদ্যোক্তা, তার বাগানে বিভিন্ন জাতের আম চাষ হয়েছে।

আমি উপজেলা কৃষি কর্মকর্তাসহ তার বাগান পরিদর্শনে যাবো। পরিদর্শনে যাওয়ার পর তাকে কিভাবে সহযোগিতা দেয়া যায়, আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে এবং এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা  করা হবে।

সর্বশেষ - সারাদেশ