স ম জিয়াউর রহমান :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয়।
শনিবার( ৬ সেপ্টেম্বর ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী ( সাঃ) উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, মহানবী ( সাঃ) ছিলেন ঐক্যের প্রতীক। কিন্তু আমরা নিজেদের ধর্মকে বিভিন্ন ফেরকা ও বিভাজনে বিভক্ত করছি।
তিনি বলেন, মানবজাতির প্রকৃত আদর্শ ও মডেল হওয়া সত্ত্বেও আমরা তার অনুকরণ করি না, যা মুসলিম সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা।