মাহামুদুল হাসান :: ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক কাজে নিন্মমানের বালু সিমেন্ট ও ইট ব্যবহার করা ও পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় মাত্র ৭ বছরের মাথায় ভেঙ্গে পড়লো বেনাপোল পৌর বাস টার্মিনালের সীমানা প্রাচীরের দক্ষিন পাশের বড় একটি অংশ। এতে করে কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধিত হলেও ধরাছোঁয়ার বাইরে থাকলো প্রকল্পে দূর্নীতিতে জড়িত রাঘব বোয়ালরা।
অব্যবস্থপনা ও তদারকির অভাবে জনসাধারনের ট্যাক্সের টাকায় নির্মিত টার্মিনালটি পুরোদমে চালুর পূর্বেই সীমানা প্রাচীর ভেঙ্গে পড়ায় জনমনে বিরুপ পতিক্রিয়া দেখা দেয়িছে।এ দ্বায় কার? জানতে চেয়ে তারা নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন তুলে ব্যাপক দূর্নীতিতে জড়িত বেনাপোল পৌরসভার তৎকালীন মেয়র, প্রকৌশলী, ঠিকাদার প্রতিষ্ঠান ও সচিবের শাস্তির দাবী জানিয়েছে।
স্থানীয় এলাকার বাসিন্দা খায়রুল ইসলাম জানান,লোকালয়ের বাহিরে ফাঁকা মাঠে ণির্মাণ কাজ চলায় দুই নাম্বার ইট, চিকন রড,ধুলা যুক্ত বালি ও সিমেন্ট দিয়ে বিল্ডিং ও বাউন্ডারি ণির্মানের কাজ করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। ইতিমধ্যে নির্মানাধীন ভবনের দেয়ালেও ফাটল দেখা গেছে।
বেনাপোল পৌরসভার আওতাধীন কাগজপুকুর এলাকায় ৫ কোটি ৮০ লাখ টাকায় ৫ একর জমি অধিগ্রহণ পূর্বক পৌর বাসীর যানযটের কবল হতে রক্ষার জন্য বেনাপোল পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৯ কোটি ৭৩ লাখ টাকা ব্যায়ে পৌর বাস টার্মিনালের ভবন ও বাউন্ডারী নির্মাণ করা হয়।
বেনাপোল পৌরসভা সূত্রে জানা যায়, ঝিনাইদাহ জেলার কাজী মাহাবুর রহমান নামের ঠিকাদার উক্ত প্রকল্পের নির্মাণ কাজ শুরু করে ২০১৭ সালে ও শেষ হয় ২০১৮ সালের শেষের দিকে। নির্মান কাজের তদারকি করেন পৌরসভার ইঞ্জিনিয়ার আবু সাঈদ ও সহকারী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।
নির্মানাধীন প্রাচীর ধসে পড়া বিষয়ে চলমান সময়ের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেন,বাউন্ডারীর পিছন হতে মাটি কেটে ফেলে এলাকাবাসী মাছ ও ধান চাষ করায় প্রাচীর ধসে পড়েছে। পিছনে রেলের সম্পত্তি,তাই পৌরকর্তৃপক্ষ এলাকাবাসীর মাটি কাটতে দিবে কেন?এমন প্রশ্নের তিনি সদ উত্তর দীতে পারেনী।
বেনাপোল পৌর বাস টার্মিনালের সীমানা প্রাচীর ভেঙ্গে পড়ছে জানিয়ে,কী পদক্ষেপ নিয়েছেন? জানতে চাইলে বেনাপোল পৌরসভার প্রশাসক শার্শা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা কাজী ডাঃ কাজী নাজিব হাসান জানান,বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম হতে অবগত হয়ে ইতিমধ্যেই বেনাপোল পৌরসভার প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি ভেঙ্গে পড়ার কারন জানিয়ে রিপোর্ট দিতে।
সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর দাবি জরুরী ভিত্তিতে বাস টার্মিনালটি পূর্নাঙ্গ ভাবে চালু করে জনগনের টাকার সদব্যবহার করার ও দূর্নীতিবাজদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার।