স্টাফ রিপোর্টার :: মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য না হয়েও আওয়ামীলীগের রাজনিতীতে জড়িত থাকায় চাকরীর আবেদন কালীন সময়ে জাল কাগজপত্র সরবারহ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরি পেয়ে বেতন ভাতা তুলে আসছেন বর্তমান শার্শা উপজেলা প্রকৌশল জনস্বাস্থ্য অফিসে মেকানিক পদে কর্মরত গুলশানারা।
অবৈধ্য ঘুস বানিজ্যে মেধা ছাড়াই স্থানীয় আওয়ামী নেতাদের তদবীরে ভূয়া মুক্তিযোদ্ধা সনদ বানিয়ে আবেদনে সংযুক্তি করেই মুক্তিযোদ্ধা পৌষ্য কোটায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কেশবপুর উপজেলায় শূন্য থাকা মেকানিক পদে পোস্টিং পাই অভিযুক্ত গুলশানারা।
নিয়োগ পক্রিয়া অস্বচ্ছ,প্রশ্নবিদ্ধ ও নিয়মবর্হিভূত হলেও দীর্ঘ ১ যুগের বেশী সময় ধরেই তুলছেন বেতন ভাতা। শুধু তাই নই জন্মস্থান ও জাতীয় পরিপত্রে স্থায়ী ঠিকানা মাগুরা জেলা হলেও চাকরির আবেদনে তিনি তা গোপন করে (গ্রামঃপুরাতন কসবা,বিধুভূষণ )যশোরের ঠিকানা দিয়েছেন বলে জানা গেছে। শুরু থেকে ঐ পদে অন্যান্য চাকরী প্রত্যাশীদের আপত্তি থাকলেও আওয়ামীলীগের দোসর হওয়ায় গুলশানারার টিকিটি স্পর্শ করতে পারেনী কেহই।
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর চাকরির নিয়োগ পেতে গুলশানারা অপকর্মের গোমর ফাঁস হলে মন্ত্রাণালয় থেকে তাকে শোকচ করা হয়েছে ও একই সাথে তার বেতন ভাতাও বন্ধ রাখা হয় বলে জানা গেছে।
অভিযোগ বিষয়ে গুলশানারা নিজেকে মুক্তিযোদ্ধার মেয়ে পরিচয় দিয়ে জানান,মন্ত্রাণালয়ের চাহিদা মোতাবেক তার স্বপক্ষে কাগজপত্র জমা দিয়েছেন ও তিনি সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছেন।বেতন বন্ধ হয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে তিনি আরো জানান বিগত ২ মাস আগে তিনি শার্শা অফিসে বদলী হয়ে এসেছেন ও বেতন পাচ্ছেন।
মেকানিক পদে কর্মরত গুলশানারার পারিবারিক তথ্য সংগ্রহে সরেজমিনে ব্যাপক খোঁজ খবর নিয়ে জানা যায়, মাগুরা জেলার বিনোদপুর ইউনিয়নের মাগুরা সদর থানাধীন বিনোদপুর গ্রামের সিহাব উদ্দিন বিশ্বাসের মেয়ে গুলশানারা। তার বাল্যকাল ও শিক্ষা জীবন মাগুরাতেই কেটেছে এমনকি শিক্ষা সনদসহ সবত্রই মাগুরা জেলার ঠিকানা ব্যবহৃত।
বৈবাহিক জীবনে জড়িয়ে স্বামী যশোরের জুটমিলে কর্মরত হওয়ার সুবাধে স্বামীর সংসারে গিয়ে বাসা ভাড়া নিয়ে যশোরে বসবাস করেন। তার পিতা বা পরিবারের কেহই মুক্তিযোদ্ধা নই বলে স্থানীয় গ্রামবাসী নিশ্চিত করেন।
ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক মোঃ জামানুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন সংশ্লিষ্ট অধিদপ্তরের উর্দ্ধতণ ও মুক্তিযোদ্ধা মন্ত্রাণালয়ের চাহিদা মোতাবেক গুলশানারার দেওয়া কাগজ পত্র পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়টি এখনো তদন্তধীন রয়েছে।
কোন পক্রিয়ায় তার বন্ধ থাকা বেতন ভাতা পুনরায় চালু হলো জিজ্ঞাসায় তিনি অফিসে সরাসরি যোগাযোগ করতে বলে সংযোগ কেটে দেন।
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে অনিয়ম-দূর্নীতির মাধ্যমে চাকরি পাওয়া গুলশানারা জালিয়াতি উন্মোচিত হওয়ার পরেও বিচারিক কার্যক্রম ছাড়াই চাকরিক্ষেত্রে বহাল থাকা রহস্যজনক বলে মনে করছে স্থানীয় সুশীল মহল।