মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: ফরিদপুরের ভাঙ্গায় স্ত্রীর সাথে ডিভোর্স হাওয়ায় ৫০ লিটার দুধ দিয়ে গোসল করলেন সাইপ্রাস প্রবাসী বদিউজ্জামান শিকাদার নামে এক প্রবাসী।
শুক্রবার বিকেলে উপজেলার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উৎসুক শত মানুষের সামনে তিনি এ কান্ড ঘটান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ বছর আগে সদরদী এলাকার মৃত বারেক শিকদারের পুত্র সাইপ্রাস প্রবাসী বদিউজ্জামানের সাথে পাশ্ববর্তী ঘারুয়া গ্রামের সোমা আক্তারের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। তাদের সংসারে ২ টি ছেলে মেয়ে হলেও দীর্ঘ দিন দাম্পত্য কলহ চলছিলো।এরই জেরে তিনি স্ত্রীকে ডিভোর্স দিয়ে দুধ দিয়ে গোসল করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন।
এই বিষয়ে বদিউজ্জামান বলেন আমার সাথে ১৭ বছর আগে পারিবারিক ভাবে সোমা আক্তারের সাথে বিবাহ হওয়ার পর থেকেই দাম্পত্য কলহ বিবাদ চলে আসছিল। তিনি পরকীয়ায় আসক্ত থাকায় এর আগেও একবার ডিভোর্স হয় আমাদের। পরবর্তীতে আবার আমি পারিবারিক পরিস্থিতির জন্য মেনে নিয়ে বিবাহ করি।
এইবার তাকে অনেক অনুরোধ করার পরেও তিনি ডিভোর্স চাইলে আজই স্থানীয় কাজীর মাধ্যমে ডিভোর্স হয়ে যায়। এরপর আমার সন্তান ও স্থানীয় ভাইয়েরা বলে দুধ দিয়ে গোসল করতে।এ বিষয়ে সোমা আক্তারের সাথ যোগাযোগের চেষ্ঠা করেও তার বক্তব্য যানা যাইনী।