মাহমুদুর রহমান তুরান( ফরিদপুর ) জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ” নিরাপদ ও মানসম্মত খাদ্য প্রস্তুত এবং হোটেল- রেষ্টুরেন্ট ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহষ্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় উপজেলার হোটেল রেষ্টুরেন্টের মালিক কর্মচারী,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও ভাঙ্গা পৌরসভা কার্যালয়ের আয়োজনে এতে হোটেল ব্যবস্থাপনা,পরিস্কার পরিচ্ছন্নতা,নিরাপদ খাদ্য তৈরি ও সংরক্ষণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনা সহ নানা বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন জেলা খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক কর্মকর্তা আজমুল ফুয়াদ রিয়াদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি ) মেশকাতুল জান্নাত রাবেয়া,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানসিভ জুবায়ের,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল- মামুন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান,পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ কাওসার মাতুব্বর সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।