যশোর আজ মঙ্গলবার , ৩ জুন ২০২৫ ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ভাঙ্গায় ডাকাত সর্দারসহ দুই ডাকাত গ্রেফতার ও মালামাল উদ্ধার

প্রতিবেদক
Jashore Post
জুন ৩, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ
ভাঙ্গায় ডাকাত সর্দারসহ দুই ডাকাত গ্রেফতার ও মালামাল উদ্ধার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: ফরিদপুরের ভাঙ্গায় ডাকাত সর্দার সহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।এ সময় ডাকাতি হওয়া একটি ট্রাক ও ৩৭ ব্যারেল সোয়াবিন তৈল উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের পাগলা এলাকা থেকে ডাকাত সর্দার জুয়েল হোসেন ও একই জেলার সোনারগাও থানা এলাকার সাব্বির আহমেদকে গ্রেফতার করা হয়।

আটকৃতরা হল, পটুয়াখালী জেলার গলাচিপা থানার আলাদিন বাজার এলাকার জাকির হোসেনের পুত্র ডাকাত সরদার জুয়েল হোসেন ( ৩০ ) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকার সাহাদাৎ হোসেনের পুত্র মোঃ সাব্বির আহম্মেদ ( ৩২ )।

ভাঙ্গা থানার এস,আই মোশারফ হোসেন জানান, ভাঙ্গা থানা এলাকায় গভীর রাতে মহাসড়কে একদল ডাকাত তেল ভর্তি একটি ট্রাক ডাকাতি করে নিয়ে যায়। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত সর্দার শাহাদাত হোসেন ও তার সহযোগী সাব্বির আহমেদকে ঢাকার নারায়ণগঞ্জ এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হই। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি ডাকাতি মামলার রুজু করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ