যশোর আজ শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে সরকার

প্রতিবেদক
Jashore Post
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ
ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে সরকার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার ( ৭ ফেব্রুয়ারি )প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে,অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে,কিছু ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে,অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত।কোনও ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে।

সূত্র: বাসস

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত