স্টাফ রিপোর্টার :: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দিঘীরজান গ্রামে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া দুজন হলো মোঃ শাহেদ (৪) ও আয়েশা (৭)। তারা ওই গ্রামের মো. আজাদ ভূঁইয়ার সন্তান। আয়েশা নোয়াপাড়া মাদরাসায় শিশু শ্রেণিতে পড়াশোনা করত।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে শাহেদ ও আয়েশা বাড়ির পেছনে একটি পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে যান। এ সময় তারা শাহেদ ও আয়েশাকে পানিতে ভাসতে দেখেন।
পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।