যশোর আজ রবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ আরোহী নিহত

প্রতিবেদক
Jashore Post
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১১:১৭ পূর্বাহ্ণ
ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ আরোহী নিহত
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

ব্রাজিলের আমাজোনাস রাজ্যে শনিবার ( ১৬ সেপ্টেম্বর ) একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে।এতে বিমানে থাকা সকল আরোহী নিহত হয়েছে।রাজ্যের গভর্নর উইলসন লিমা এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে তিনি লিখেছেন,শনিবার বার্সেলোসে বিমান দুর্ঘটনায় ১২জন যাত্রী এবং দুই ক্রু সদস্যের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত।নিহতদের পরিবারের প্রতি তিনি গভীর শোক জানিয়েছেন। গভর্নর উইলসন লিমা আরও বলেছেন,আমাদের টিম ঘটনাস্থলে অবস্থান করছে।

স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে,এমব্রেয়ার পিটি-এসওজি বিমানটি মানাউস থেকে উড্ডয়ন করে এবং ভারি বৃষ্টির সময় অবতরণের চেষ্টা করলে বিধ্বস্ত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে,যাত্রীরা ব্রাজিলিয়ান পর্যটক ছিলেন এবং তারা মাছ ধরার জন্য অঞ্চলটিতে যাচ্ছিলেন। ইতিমধ্যে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

আমাজোনাস রাজ্যের সিকিউরিটি সেক্রেটারিও জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ভারি বৃষ্টি ও কম আলোর মধ্যে বিমানটি বার্সেলোসের অবতরণের চেষ্টা করলে রানওয়ে থেকে ছিটকে যায় এবং বিধ্বস্ত হয়।

খবর সূত্র: খবর এপি ও বিবিসির।

সর্বশেষ - লাইফস্টাইল