সর্বশেষ খবরঃ

বেনাপোল স্থলবন্দরে শুল্ক ফাঁকির হিড়িকে বিপুল পরিমান ফেব্রিক্স জব্দ

বেনাপোল স্থলবন্দরে শুল্ক ফাঁকির হিড়িকে বিপুল পরিমান ফেব্রিক্স জব্দ
বেনাপোল স্থলবন্দরে শুল্ক ফাঁকির হিড়িকে বিপুল পরিমান ফেব্রিক্স জব্দ

স্টাফ রিপোর্টার :: বেনাপোল স্থলবন্দরে ভারত হতে আমদানীকৃত পণ্য চালানের শুল্ক ফাঁকি দেওয়ার হিড়িক পড়েছে। মঙ্গলবার ( ২৪ ডিসেম্বর ) স্থল বন্দরের ৪২ নং শেডে মিথ্যা ঘোষণায় আমদানি করা ২৮ টন ফেব্রিক্স বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ জব্দ করেছে বলে জানা গেছে।

বেনাপোল কাস্টমস সূত্রে জানা যায়,পণ্য চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার গাজীপুর এলাকার শিশির নিটিং ও আমদানী কারকের পক্ষে সি এন্ড এফ এজেন্ট প্রতিনিধি বেনাপোলের জারিন এন্টার প্রাইজ। ভারতের এস জে ফেব্রিক্স নামের প্রতিষ্ঠান থেকে ফেব্রিক্স চালানটি আমদানি করা হয়েছে।

পণ্য চালানটির বিল অব এন্ট্রি নাম্বার- ১১০৭৬৯। মোট ৬৮১ প্যাকেজ পণ্যের ওজন ২৮ টন। যার শুল্ক নির্ধারন হবে আনুমানিক দুই কোটি টাকা। বন্ডের পণ্য ঘোষণার সুবিধা নিয়ে চক্রটি উন্নত মানের শাটিং-স্যুটিংয়ের কাপড় আমদানি করেছে বলে আরো জানা গেছে।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোঃ কামরুজ্জামান গণমাধ্যমকর্মীদের কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক পণ্য চালান জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান,মিথ্যা ঘোষণায় (শতভাগ পলিয়েস্টার) ২৮ টন৩০০কেজি উন্নতমানের ফেব্রিক্স আনা হয়েছে। যা গোপন সংবাদ পেয়ে তাৎক্ষনিক জব্দ করা হয়েছে।

পণ্য জব্দের বিষয়ে বেনাপোল স্থলবন্দরের ৪২ নং শেডের দায়িত্বে থাকা শেড ইনচার্জ আমিনুল ইসলামের মুঠোফোনে জানতে চাইলে সাংবাদিক পরিচয়ে তিনি ফোন কেটে দেন।

এর আগে ২০ আগস্ট বেনাপোল স্থল বন্দরের ৩৪ নং শেড হতে পণ্য খালাস নিয়ে দুটি বাংলাদেশী ট্রাক যোগে পণ্য নিয়ে বের হওয়ার সময় ৩৩১২ কেজি ফেব্রিক্স চালান জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। গত ১ লা অক্টোবর বেনাপোল স্থল বন্দরের ১৭ নং শেড হতে কাগজপত্র বিহীন ৪৮৫ প্যাকেজ পণ্য চালান যার ওজন ১৭ হাজার কেজি। স্থল বন্দরের শেড হতে শাড়ী ও ফেব্রিক্স ট্রাকে লোড করার সময় আটক করেন বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

একের পর এক শুল্ক ফাঁকির চেষ্ঠা কালে পণ্য আটকের ঘটনা অনুসন্ধান কালে জানা যায়, দীর্ঘদীন ধরেই কিছু অসাধু কাস্টমস কর্মকর্তা,স্থল বন্দরের কর্মকর্তা ও সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়ী যোগ সাজসে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কোটি কোটি টাকার সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।

বেনাপোল কাস্টমস কমিশনারসহ উর্দ্ধতণরা পণ্য চালান আটকের ঘটনায় কার্যকারী ও আইনানুগ শাস্তি কার্যকর না করায় বেনাপোল স্থল বন্দরে ঐ সিন্ডিকেট বেপরোয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়ী জানান,৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের প্রশাসনিক ব্যবস্থানা নড়বড়ে থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ছোট বড় বেশ কয়েকটি শুল্কর ফাঁকির চালান বের হয়ে গেছে। যে গুলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ তাদের অপকর্ম বা অপরাগতা ঢাকতে ধামাচাপা দিয়েছে,সুষ্ঠ তদন্তে তা বেরীয়ে আসবে।

আরো খবর

দুমকিতে বাঁধ ভেঙে পানিবন্দি শতাধিক পরিবার
দুমকিতে বাঁধ ভেঙে পানিবন্দি শতাধিক পরিবার
দুমকিতে"এডিস মশা দমন ও ডেঙ্গু প্রতিরোধ"শীর্ষক কর্মশালা
দুমকিতে”এডিস মশা দমন ও ডেঙ্গু প্রতিরোধ”শীর্ষক কর্মশালা
শ্যামনগরে জমি চাষে বিজিবি বাঁধা দেওয়ায় সংবাদ সম্মেলন
শ্যামনগরে জমি চাষে বিজিবি বাঁধা দেওয়ায় সংবাদ সম্মেলন
নড়াইলে প্রতারণা করে প্রতিবন্ধীর জমি লিখে নেওয়ার অভিযোগ
নড়াইলে প্রতারণা করে প্রতিবন্ধীর জমি লিখে নেওয়ার অভিযোগ
অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান
চট্টগ্রামে অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর
খাগড়াছড়িতে কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর
চ্যাটজিপিটি ব্যবহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্ক
চ্যাটজিপিটি ব্যবহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্ক
ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮জন অভিবাসীর মৃত্যু
ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮জন অভিবাসীর মৃত্যু