বেনাপোল প্রতিনিধি :: ভারত থেকে পন্য নিয়ে বেনাপোল বন্দরে আসা দিনেশ চান যাদব ( ৫২ )নামে এক ভারতীয় ট্রাক চালকের মৃত্যু হয়েছে।শুক্রবার সকালে নোম্যন্সল্যান্ডে তার আকস্মিক মৃত্যু ঘটে বলে জানা গেছে। তার কাছে থাকা ঠিকানা অনুযায়ী কমিশিরপুর, জালালপুর, আহমেদ নগর ( উত্তর প্রদেশ ) এর বাসিন্দা।
স্থলবন্দর সূত্রে জানা যায়, ৭ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশে তুলা ভর্তি ট্রাক( নাম্বার GJOIHT-1454 )নিয়ে প্রবেশ করে বেনাপোল বন্দরের ২৫ নম্বর সেড ইয়ার্ডে গাড়ী পার্কিং করেন। স্টকজনিত কারনে তার মৃত্যু ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী অন্যান্য গাড়ী চালকরা জানান।
সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান,বেনাপোল বন্দরে আমদানি কৃত পণ্য নিয়ে আসার পর ভারতীয় ট্রাক ড্রাইভার আজ সকালে অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে আমরা দ্রুত বেনাপোল বেনাপোল বন্দরের পরিচালকের মাধ্যমে পেট্রাপোল বন্দরের ম্যানেজার কমলের সাইনি ও পেট্রাপোল কিলিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তীকে জানাই।
তাকে দ্রুত ভারতে নিয়ে চিকিৎসা দেয়ার জন্য পাঠানো হলেও নোম্যান্সল্যান্ডে মারা গেছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দেয়া হয়েছে। সংবাদ লেখা কালীন সময়ে দুই দেশের উচ্চ পর্যায়ের সিন্ধান্ত মোতাবেক লাস হস্তান্তর পক্রিয়া চলছে।