যশোর আজ সোমবার , ২৯ জুলাই ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বেনাপোল স্থলবন্দরের রাজস্ব ঘাটতি প্রায় ১৫০ কোটি টাকা

প্রতিবেদক
Jashore Post
জুলাই ২৯, ২০২৪ ১০:২৯ পূর্বাহ্ণ
বেনাপোল স্থলবন্দরের রাজস্ব ঘাটতি প্রায় ১৫০ কোটি টাকা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

আনোয়ার হোসেন :: ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় বেনাপোল স্থল বন্দর দিয়ে গত পাঁচ দিনে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। এর ফলে এই বেনাপোল স্থলবন্দরে রাজস্ব ঘাটতি হতেপারে ১৫০ কোটি টাকা।

গতকাল রবিবার ( ২৮শে জুলাই ) বেনাপোল সি এন্ড এফ এজেন্ট এ্যসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি খায়রুজ্জামান মধু এ তথ্য জানান।

সার্ভার বিকল থাকায় গত ২০ জুলাই থেকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।সেই সময় বাংলাদেশ ভারত সীমান্তে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আটকে পড়েছিল শত শত পণ্যবাহী ট্রাক।এরপর বৃহস্পতিবার ( ২৫শে জুলাই ) ইন্টারনেট সেবা চালু হলে ভারতের পেট্রাপোল বন্দর থেকে পণ্যবাহী ট্রাক বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করে। যাহার ফলে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু হয়েছে।

ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাকচালক শ্রী তপন কুমার বিস্বাষ বলেন, ‘ইন্টারনেট চালু হওয়ায় বেনাপোল স্হল বন্দরে পণ্য নিয়ে প্রবেশ করতে পেরেছি। গত পাঁচ দিনে এই বেনাপোল বন্দরে আসার অপেক্ষায় কয়েক হাজার হাজার ট্রাক ওপারে পেট্রাপোল বন্দরে দাঁড়িয়ে ছিল।

ভারত-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মতিয়ার রহমান জানান, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৫০০থেকে ৬০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি এবং ২০০ ট্রাক পণ্য ভারতে রফতানি হয়ে থাকে। আমদানি পণ্য থেকে দিনে সরকারের রাজস্ব আসে ৩০ কোটি টাকার মতো। গত পাঁচ দিন আমদানি বন্ধ থাকায় প্রায় ১৫০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, “ইন্টারনেট সেবা” বন্ধ থাকায় সার্ভার বিকল ছিলো । এই সময়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। এতে বন্দরের স্বাভাবিক বাণিজ্য স্থবির হয়ে পড়েছিল। ইন্টারনেট চালু হওয়ায় বাণিজ্যিক কার্যক্রম আবার স্বাভাবিক হতে শুরু করেছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত