যশোর প্রতিনিধি :: যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির ধাওয়ায় পাচারকারীদের মাটিতে ফেলে যাওয়া দুই কোটি ৬২লাখ টাকা মূল্যের ৬পিস স্বর্ণেরবার উদ্ধার করেছে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
মঙ্গলবার ( ১০ জানুয়ারী ) সকালে ভারতের ইসামতি নদীর তীর হতে পরিত্যাক্ত অবস্থায় এই স্বর্ণেরবার গুলো উদ্ধার করে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে,ভারতে স্বর্ণপাচারের উদ্দেশ্যে বেনাপোল পোর্টথানাধীন দৌলৎপুর সীমান্তের ইসামতি নদীর তীরে স্বর্ণ পাচারকারীরা স্বর্ণের চালান মজুদ করেছে।
এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করলে বিজিবির উপস্থিতি আঁচ করে পাচারকারী নদীতে ঝাঁপ দিয়ে সাতরিয়ে ভারতে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা নদীর পাড়ে তল্লাশী চালিয়ে কাদায় পড়ে থাকা ৩ কেজি ৩৫০গ্রাম ওজনের বড় সাইজের ৬পিস স্বর্ণেরবার পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকৃত স্বর্ণগুলো সরকারী কোষাগারে জমা করা হবে আরো জানাগেছে।