যশোর আজ রবিবার , ৭ আগস্ট ২০২২ ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বেনাপোল বন্দরে ভারতীয় আমদানি পণ্য চালানে মিললো ফেন্সিডিল

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ৭, ২০২২ ৫:৩১ অপরাহ্ণ
বেনাপোল বন্দরে ভারত হতে আমদানি পণ্য চালানে মিললো ফেন্সিডিল
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

সহিদুল ইসলাম শাহীন :: বেনাপোল বন্দরে ভারত হতে আমদানিকৃত পণ্যচালান হতে ৫৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল ও আমদানি নিষিদ্ধ ঔষধ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রবিবার ( ৭ আগস্ট ) দুপুরে অবৈধ্য পন্থায় আসা ফেন্সিডিল ও ঔষধ ভর্তি পণ্য চালানটি আটক করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

বেনাপোল কাস্টমস্ হাউস সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ভারত হতে আসা পন্য বোঝাই করা একটি ভারতীয় ট্রাক ( ডাব্লু বি-৪১ই-০৯১৮ ) আটক করে বেনাপোল কাস্টমস্ হাউসে নেওয়া হয়। পরে ট্রাকের পন্যে তল্লাশী চালালে ৫৯৯ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।

পণ্য চালানটি মাইক্রোসেল পিটি ঘোষণায় আমদানি করা হয়। পণ্যের আমদানি মুল্য ৩৭ হাজার মার্কিন ডলার। পণ্যের প্যাকেজ সংখ্যা ৮৪০ ও মেনিফিস্ট নং- ২৭২১০/১ এবং তারিখ ৬-৮-২০২২ইং। আমদানি কারক স্মার্ট লহিদ ফুডওয়ার ইন্ডাঃ ঢাকা ও রপ্তানীকারক এস এস ব্লু কেম প্রাঃ লিঃ ইন্ডিয়া।আমদানিকারকের পক্ষ্যে পণ্য চালানটি রিসিভ করেছেন সুজিত এন্টারপ্রাইজ নামের একটি সি এন্ড এফ এজেন্ট প্রতিষ্ঠান।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ণ কমিশনার আব্দুর রশীদ মিয়া কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত পণ্য চালান ও এ কাজে সংশ্লিষ্ট বিষয়ে সকল আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল