সর্বশেষ খবরঃ

বেনাপোল পৌরসভার ড্রেন নির্মাণে ব্যাপক দূর্নীতি

বেনাপোল পৌরসভার ড্রেন নির্মাণে ব্যাপক দূর্নীতি
বেনাপোল পৌরসভার ড্রেন নির্মাণে ব্যাপক দূর্নীতি

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনপোল পৌরসভাধীন বেনাপোল ( ৩নং ওয়ার্ড ) গ্রামের মাঠ পাড়ার ড্রেন নির্মানে ব্যাপক দূর্নীতির প্রমান মিলেছে। ঠিকাদার প্রতিষ্ঠান মালিক রাজ্জাক ও বেনাপোল পৌরসভার প্রকৌশলী মোশারফ যোগসাজজে প্রকল্পের কাজে নিন্মমানের ইট, সিমেন্ট,কাদা মিশ্রিত পাথর ও বালু দিয়েই নির্মাণ কাজ চালাচ্ছেন বলে জানা গেছে।

বেনাপোল পৌরসভা সূত্রে জানা যায়, ১ কোটি ১৬ লাখ ২৯হাজার ৪শত তিহাত্তর টাকা ব্যায়ে বেনাপোল গ্রামের মাঠ পাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন বাবলু সড়কের ৪৯০ মিটার রাস্তার কাজ দেওয়া হয় ঠিকাদার প্রতিষ্ঠান নাভারন রেল বাজারের মেসার্স আব্দুর রাজ্জাককে। ওয়ার্ক ওডার মোতাবেক ২০/ ৩/২০২৪ইং তারিখে কাজ শুরু করে ১৯/ ৯ /২০২৪ ইং তারিখে কাজ শেষ হওয়ার কথা।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ ঠিকাদার কাজ শুরুর পর থেকে নিন্মমানের র্ণিমান সামগ্রী ব্যবহার করলে এলাকাবাসী কাজে বাধা দেয় ও বিষয়টি পৌরসভাকে অবহিত করে। এরপরও ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক কাজের মান ভালো না করায় এলাকাবাসী দারস্থ হয় গনমাধ্যমকর্মীদের।

শুক্রবার ( ১লা নভেম্বর ) সরেজমিনে মাঠ পাড়ায় কাজের স্থলে গিয়ে অনুসন্ধানী সাংবাদিকেরা কাজে ব্যাপক অনিয়ম-দূর্নীতি দেখতে পায়। এসময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ঠিকাদার প্রতিষ্ঠান প্রতিনিধি ও পৌরসভার সার্ভেয়ার মফিজ কাজের সাইড হতে চলে যান। মিস্ত্রি ও লেবারদের কথা মত রডের কাজ চলার স্থান মালেকের বাড়িতে গিয়ে দেখা যায় আর সিসি ড্রেণের জন্য র্নির্মিত রডের খাচায় রডের পুরুত্ব ও ঘনত্বের পরিমান খুবই কম। কারন জিজ্ঞাসায় কর্মরত লেবার ও মিস্ত্রিরা সদউত্তর দিতে পারেনী।

ঠিকাদার প্রতিষ্ঠানের বেধেঁ দেওয়া কাজের সময়সীমা শেষ হলেও কাজ হস্তান্তর না করা এবং পৌরসভায় ঠিকাদার প্রতিষ্ঠান সময় বৃদ্ধির আবেদন করেছেন কি জানতে চলমান কাজ পর্যবেক্ষনে যাওয়া বেনাপোল পৌরসভার সার্ভেয়ার মফিজের নিকট জানতে চাইলে তিনিও কোন সদউত্তর দিতে পারেনী।

সাংবাদিক পরিচয়ে মুঠোফোনে ঠিকাদার প্রতিষ্টান প্রতিনিধি ওহেদ কে নিন্মমানের ইট ব্যবহারের কারন জানতে চাইলে তিনি বলেন ঐ কাজে এমন ইট ব্যবহারের কথা না। তিনি বাইরে আছেন ও বিষয়টি দেখছেন বলে সংযোগ কেটে দেন।

বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলামকে ণির্মাণ কাজে অনিয়ম-দূর্নীতির বিষয় জানিয়ে বক্তব্য চাইলে তিনি বলেন এ বিষয়ে প্রকৌশলী মোশারফের সাথে কথা বলেন। প্রকৌশলী মোশারফের সাথে যোগাযোগের চেষ্ঠা চালালে ফোন রিসিভ না করায় বক্তব্য জানা যাইনী।

উল্লেখ্য বেনাপোল পৌরসভার প্রকৌশলী মোশারফ দীর্ঘ ১৫ বছর ধরে একই কর্ম ক্ষেত্রে অবস্থান করে অর্থ বানিজ্যের মাধ্যমে বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানকে তাদের কাজে ফাঁকি দিতে সহযোগীতা করে আসছেন। ইতিমধ্যে প্রকৌশলী মোশারফের বিভিন্ন অনিয়ম-দূর্নীতির খবর পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং তা নিয়ে তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে জানা গেছে।

আরো খবর

জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জে প্রায়১৪ হাজার মূল দলিল বিনষ্টের ঘোষণা
গোবিন্দগঞ্জে প্রায় ১৪ হাজার মূল দলিল বিনষ্টের ঘোষণা
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
দুমকির আলগীতে কারেন্ট জালসহ আটক-২
দুমকির আলগীতে কারেন্ট জালসহ আটক-২