
যশোর প্রতিনিধি ;: সকল জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে বেনাপোল কাস্টমস হাউসের আলোচিত সেই নারী রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে জেল হাজতে প্রেরণ করেছেন যশোরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার ( ৭ অক্টোবর ) সকালে আসামীদ্বয়কে দুদুক কর্মকর্তারা কোর্ট হাজতে সোপর্দ করেন।
এর আগে যশোর,দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমীন বাদী হয়ে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিবুর রহমানের নামে দুর্নীতি প্রতিরোধ আইন,১৯৭৪এর ৫( ২)ধারায় শাস্তি যোগ্য অপরাধ করায় মামলা রুজু করেন।
দুদকের মামলায় জেল হাজতে যাওয়া শামীমা আক্তার যশোর জেলার সদর উপজেলার নাজির শংকরপুর গ্রামের মোঃ শহীদুল ইসলামের কন্যা ও তার সহযোগী হাসিব শার্শা উপজেলার বেনাপোল পোর্টথানাধীন বেনাপোল গ্রামের নাজমুল হোসেনের ছেলে।
দুদকের তদন্ত কার্যের প্রাথমিক তথ্য বিবরনীতে বলা হয়েছে ১ নং আসামী শামীমা আক্তার নিজ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন কোম্পানি কর্তৃক আমদানিকৃত মালামাল/পণ্য সি এন্ড এফ এজেন্ট ও দালালের সাথে পরপষ্পর যোগসাজসে শুল্কায়নে অবৈধ্য সুবিধা প্রদানের উদ্দেশ্যে ২ লাখ ৭৬ হাজার টাকা ঘুস গ্রহন করে ও ২ নং আসামী হাসিব উক্ত কাজে সহায়তা করে উভয়ে দন্ডবিধির ১৬১/১৬২/১৬৩/ ১৬৪/ ১৬৫( ক )/১০৯ ধারার অপরাধ সংঘটিত করেছে।
উল্লেখ্য গত সোমবার বিকালে গোপন সংবাদে দূর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশক্রমে দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের তদন্ত দল বেনাপোল কাস্টমস হাউসে অভিযান পরিচালনা করে হাসিবুরকে ২ লাখ ৭৬হাজার টাকা সমেত গ্রেফতার করে।
পরে তার দেওয়া স্বীকারোক্তি মতে বেনাপোল কাস্টমস কমিশনারের কক্ষে ৪ ঘন্টার অধিক সময় ধরে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে জিঙ্গাসাবাদ করে দুদকের তদন্ত দল। এসময় তিনি ঘুস গ্রহণের কথা স্বীকার করেছেন বলেন দুদুকের যশোরের উপ-পরিচালক মোঃ সালাউদ্দিন নিশ্চিত করেন।