স্টাফ রিপোর্টার :: সকল জল্পনা,কল্পনার অবসান ঘটিয়ে বেনাপোল কলেজের এডহক কমিটির সভাপতি হিসাবে মোঃ খায়রুজ্জামানকে মনোনয়ন দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার সাক্ষরিত এক চিঠিতে কমিটির বর্তমান সভাপতি মোঃ নুরুজ্জামান লিটনের মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে মোঃ খায়রুজ্জামান মধুকে সভাপতি হিসাবে মনোনয়ন দেওয়া হয়।
গত ৩ নভেম্বর ২০২৪ ইং তারিখে আই এন এস ও২-৪/০০০৯৮/২০১৬/০৫৪১/৪৩৯৫ স্বারকে এ চিঠি ইস্যু করা হয়েছে।সেই চিঠির অনুলিপি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
বিষয়টি নিশ্চিতে বেনাপোল কলেজের অধ্যক্ষের মুঠো ফোনে কল দেওয়া হলে ফোন বন্দ রাখায় বক্তব্য জানা সম্ভব হয়নী।
প্রকাশ পাওয়া চিঠিতি উল্লেখ করা হয়েছে,জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান সমুহের( সংশোধন )সংবিধি২০১৯এর ৭ নং ধারার প্রদত্ত ক্ষমতাবলে অত্র কলেজের এডহক কমিটির বর্তমান সভাপতি জনাব নুরুজ্জামানের মনোনয়ন পরিবর্তন করা হয়েছে।এডহক কমিটির মেয়াদকাল ২৬/৪/২০২৫ ইং তারিখ পর্যন্ত।
এর আগে যশোরের বোনাপোল ডিগ্রি কলেজের পরিচালনা কমিটি নিয়ে স্থানীয় বিএনপির দুইপক্ষের নেতা-কর্মীরা বিবাদে জড়ায়। যা নিয়ে প্রথম আলোসহ দেশের সনামধন্য একাধিক পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।