যশোর আজ শনিবার , ৬ আগস্ট ২০২২ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বেনাপোলে সাংবাদিককে প্রাণনাশের হুমকি অতঃপর থানায় ডায়েরী

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ৬, ২০২২ ১২:৩৫ অপরাহ্ণ
বেনাপোলে সাংবাকিকে প্রাণনাশের হুমকি অতঃপর থানায় ডায়েরী
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

যশোর প্রতিনিধি :: যশোরের বন্দরনগরী বেনাপোলের তরুণ সাংবাদিক জাহিদ হাসানকে প্রাণনাশের হুমকির ঘটনায় বেনাপোল পোর্টথানায় সাধারন ডায়েরী হয়েছে। বেনাপোল পোর্টথানার ডায়েরী নং-২৬৪ ও তাং- ৬/৮/২০২২ ইং।

যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কন্ঠের বেনাপোল প্রতিনিধি জাহিদ হাসান বেনাপোল পোর্টথানায় স্বশরীরে হাজির হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারন ডায়েরী অর্ন্তভূক্ত করেন।

সাধারান ডায়েরীতে তিনি উল্লেখ করেন গত ৪ আগস্ট ইং তারিখে বেনাপোল কাস্টমস হাউসের দূর্নীতি বিষয়ে ( আগে টাকা পরে ফাইলে সাক্ষর) শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।এই নিউজকে ক্রেন্দ্র করে মহাসিন মিলনের নিকট একটি বক্তব্য চাওয়ায় তিনি ও তার সহযোগী জাহিদকে অকথ্য ভাষায় গালগালি এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। যাহার ওডিও ফোন রেকর্ডিং সংরক্ষিত আছে।

পরবর্তী সময়ে বেনাপোল রেল স্টেশন রোডে একি দিন ১৭ ঘটিকার সময় অবস্থান কালে মহাসিন মিলনের একদল সন্ত্রাসী বাহিনী অংকুর (৩০) পিতা মহাসিন মিলন সাং গাজীপুর,বেনাপোল পোর্টথানা,নজরুল ইসলাম (৪০) পিতা-অঙ্গাত সাং- নাভারন থানা শার্শা,জেলা যশোহর সহ আরো ১০/১২ জনের একটি দল তাহাকে একটি প্রাইভেট কারে জোর করে তুলে নিতে চাইলে স্থানীয় লোকজনের বাঁধা প্রদান করিলে তারা পালিয়ে যায়।

নিচের অডিও টা শুনুন

বর্তমানে সাংবাদিক জাহিদ ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ কারনে ভবিষ্যতের জন্য সাধারন ডায়েরী ভূক্ত করেন তিনি। সাংবাদিকের হুমকি ঘটনায় বেনাপোলের সাংবাদিক মহলে চাপা ক্ষোভ বিরাজমান।

উল্লেখ্য অভিযুক্ত মহাসিন মিলন বেনাপোলের বিশিষ্ট সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়ী ও সাংবাদিক।

সর্বশেষ - সারাদেশ