বেনাপোল প্রতিনিধি :: বৈষম্য ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর পুলিশ প্রশাসন কর্মবিরতী ঘোষণা দেওয়ায় সারা দেশের ন্যায় বন্দর নগরী বেনাপোলের সড়কের যানজট নিরসনে উদ্যেগী হন ছাত্র সমাজ। এলাকাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছা শ্রম দিয়ে সড়ক শৃঙ্খলা ফেরাতে সচেষ্ঠ রয়েছে।
শিক্ষার্থীরা এই মহৎ উদ্যেগকে সাধু বাদ জানিয়ে,কাজের প্রতি আগ্রহ বাড়াতে খাদ্যসামগ্রী দিয়ে উৎসাহ প্রদান করছেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন “ আলোকিত-৯৭”।
সোমবার( ১২ আগস্ট )যশোর-কোলকাতা মহাসড়কে বেনাপোল বাজারস্থ এলাকায় কর্তব্যরত শিক্ষার্থীদের হাতে খাদ্যসামগ্রীর পেকেট তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দরা।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক এসএ তুহিন জানান,দেশের এই অস্থিতিশীল সময়ে সড়কের শৃঙ্খলা ফেরাতে তরুণ প্রজন্মের আমাদের ছাত্র ভাই-বোনেরা যে দায়িত্ব কাধে তুলে নিয়ে পালন করছে তা অতুলনীয়। আমরা আমাদের সংগঠনের পক্ষ হতে তাদের পাশে দাড়াতে পেরে অত্যান্ত গর্ববোধ করছি। ভবিষ্যতেও আমাদের এ ধরনের সামাজিক কর্মকান্ড অব্যাহত থাকবে।
শিক্ষার্থীরা বড় ভাইদের কাছ হতে ভালো কাজের জন্য পুরষ্কার পেয়ে উজ্জিবীত।