যশোর আজ রবিবার , ২০ অক্টোবর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বেনাপোলে চোরাকারবারীদের হামলায় দুই সাংবাদিক আহত

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ২০, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ
বেনাপোলে চোরাকারবারীদের হামলায় দুই সাংবাদিক আহত
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: যশোরের বেনাপোল সীমান্তের চোরকারবারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাপ্তাহিক স্মৃতি পত্রিকার বেনাপোল প্রতিনিধি মাসুদ বিশ্বাস (৫০)। তিনি বেনাপোল গ্রামের মৃত সিরাজ বিশ্বাসের ছেলে।

রবিবার ( ২০ অক্টোবর ) দুপুরে বেনাপোল বাজারস্থ হীরা সুপার মার্কেটের সামনে আগে থেকে ওঁৎ পেতে থাকা সংঘব্ধ চোরাকারবারীদের হামলার স্বীকার হন তিনি। চোরাকারবারীদের এলোপাতাড়ী মারে তার মাথায় সেলাইসহ শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর জখম হয়েছে। এসময় তার সাথে থাকা দৈনিক নোয়াপড়া পত্রিকার বেনাপোল প্রতিনিধি চোরাকারবারীদের হামলায় জখম হন।

বর্তমানে তিনি শার্শা উপজেলা কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সাংবাদিক সুমন হাসপাতালের প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় অবস্থান করছেন।

হামলা ঘটনার বর্ননায় ভূক্তভোগী সাংবাদিক সুমন জানান,গত শনিবার দৈনিক মাতৃছায়া পত্রিকায় “ বেনাপোল ইমিগ্রেশানে এনজিও সাদ্দামের প্রকাশ্য সিন্ডিকেট বানিজ্য” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষুদ্ধ হয়ে সিন্ডিকেট হোতা সাদ্দামের নেতৃত্বে ৩০/৩৫জনের একদল অজ্ঞাতনামা সন্ত্রাসী সোমবার সকালে তার বাস ভবনে গিয়ে অকথ্য গালি গালাজ ও প্রান নাশের হুমকী দেয়। তাৎক্ষনিক তিনি বিষয়টি বেনাপোল পোর্টথানা পুলিশকে অবহিত করেন।

এরপর বেনাপোল পোর্টথানার এস আই রাশেদের নেতৃত্বে পুলিশ সদস্যরা সাংবাদিক সুমনের বাসভবন ও অফিস পরিদর্শন করেন।

দুপুর ১ টার দিকে সুমন ও তার সহয়োগী পেশাগত কাজ শেষে বেনাপোল বাজারে ফেরার সময় লাঠিসোটা ও রড নিয়ে আগে থেকে ওঁৎ পেতে থাকা চোরাকারবারীরা সুমনকে ধরে নিয়ে যেতে চাইলে সাংবাদিক মাসুদ বাঁধা দিলে তার উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা সাংবাদিক মাসুদকে উদ্ধার করে হাসপাতালে নেন।

এ বিষয়ে যশোর পুলিশের নাভারন সার্কেলের সিনিয়র এ এসপি নিশাত আল নাহিয়ান জানান,ভূক্তভোগীদের অভিযোগ পেলে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন।

উল্লেখ্য বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশানদিয়ে পাসপোর্টযাত্রীর সাথে ল্যাগেজ সুবিধায় অতিরিক্ত পণ্য বহন করে যাত্রীরা।এ সমস্ত যাত্রীদের ভারত হতে আনা অতিরিক্ত পণ্য শুল্ক ফাঁকি দিতে পুলিশ প্রশাসন,বিজিবি,কাস্টমস ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে সিন্ডিকেট গড়ে তুলে দীর্ঘদীন ধরে ভারতীয় পণ্য পারাপার করছে চোরকারবারীরা।একাজে সরকার বড় অঙ্কের রাজস্ব হারালেও টনক নড়েনি সংশ্লিষ্ট প্রশাসনের উর্দ্ধতনদের।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত