যশোর আজ সোমবার , ৮ নভেম্বর ২০২১ ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বেগমগঞ্জে নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ৮, ২০২১ ৬:২৬ অপরাহ্ণ
বেগমগঞ্জে নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

মোঃ হানিফ উদ্দিন ( সাকিব),নোয়াখালী জেলা প্রতিনিধি:: নোয়াখালীর বেগমগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মীর জাহেদুল হক রনি ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সোমবার ( ৮ নভেম্বর ) ভোর রাতে উপজেলার ১৬নং কাদিরপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মিয়ার টেকে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

জানা যায়, কাদিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট চেয়ারম্যান প্রার্থী ৩ জন। নৌকার প্রতীক পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাহ উদ্দিন। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন- নুর নবী,জাবের হোসেন রাজু।

কাদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী সালাহ উদ্দিন অভিযোগ করে বলেন, আমার প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীকের প্রার্থীর লোকজন এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি। অভিযোগের বিষয়ে জানতে বিকেল ৩টা ৫৩মিনিটে একাধিকবার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরনবীর ফোনে কল করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলছেন। তবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত